ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আবারো হাজার কোটি ছাড়াল ডিএসইর লেনদেন

২০২৫ আগস্ট ১৯ ১৫:০৬:০১
আবারো হাজার কোটি ছাড়াল ডিএসইর লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : টানা ৩ কার্যদিবসের উত্থানের পর মঙ্গলবার (১৯ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে সূচকের পতন হলেও লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪১১ পয়েন্টে। যা সোমবার ১৮ পয়েন্ট, রবিবার ৫১ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৬ পয়েন্ট বেড়েছিল।

এর আগের ৭ কার্যদিবসের টানা পতনে ২২২ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৭৫ কোটি ৮৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬১ কোটি ৬৮ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৪ টি বা ৪১ শতাংশের। আর দর কমেছে ১৬৪ টি বা ৪১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২ টি বা ১৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৯৯ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১৬৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে