ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

১৩৩ কোটি টাকার কোম্পানির ১২৩৮ কোটি লোকসান

২০২৫ আগস্ট ২০ ০৯:২৫:৩৫
১৩৩ কোটি টাকার কোম্পানির ১২৩৮ কোটি লোকসান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এখন একটি ধংসপ্রাপ্ত কোম্পানি। এটার অস্তিত্ব টিকিয়ে রাখার কোন আশা নেই। এরইমধ্যে কোম্পানিটির গত ৫ বছরের টানা পতনে পরিশোধিত মূলধনের ৭ গুণের বেশি লোকসান হয়েছে। এমন পতনে কোম্পানিটির নিট সম্পদ অনেক ঋণাত্মক হয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২৭.৫০) টাকা। এ হিসাবে ১৩২ কোটি ৯৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির এক বছরেই নিট লোকসান হয়েছে ৩৬৫ কোটি ৬৭ লাখ টাকা।

ঋণ খেলাপি বৃদ্ধি ও সুদজনিত আয় কমে যাওয়ায় ব্যবসায় এই ধস নেমেছে বলে জানিয়েছে প্রিমিয়ার লিজিং কর্তৃপক্ষ।

আরও পড়ুন....

গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ১১ হাজার কোটি টাকা আত্মসাত

প্রিমিয়ার লিজিং ২০২০ সাল থেকে টানা লোকসানে রয়েছে। ওই বছর থেকে ২০২৪ সাল বা গত ৫ বছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১ হাজার ২৩৮ কোটি ১৫ লাখ টাকা। এতে করে নিট ঋণাত্মক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮৮ কোটি ৭৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি (৭৪.৩৬) টাকা।

কোম্পানিটির গত ৫ বছরের মধ্যে ২০২০ সালে শেয়ারপ্রতি ২.৯৩ টাকা করে মোট ৩৮ কোটি ৯০ লাখ টাকা লোকসান হয়। এরপরে ২০২১ সালে শেয়ারপ্রতি ১৮.১৮ টাকা করে মোট ২৪১ কোটি ৭০ লাখ টাকা, ২০২২ সালে শেয়ারপ্রতি ১৫.৯৭ টাকা করে মোট ২১২ কোটি ৩০ লাখ টাকা, ২০২৩ সালে শেয়ারপ্রতি ২৮.৫৫ টাকা করে মোট ৩৭৯ কোটি ৫৮ লাখ টাকা এবং ২০২৪ সালে শেয়ারপ্রতি ২৭.৫০ টাকা করে মোট ৩৬৫ কোটি ৬৭ লাখ টাকা লোকসান হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রিমিয়ার লিজিংয়ের ৭৭.২৪ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (১৯ আগস্ট) শেয়ার দর দাঁড়িয়েছে ২.৭০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে