ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পেতে হচ্ছে শাস্তি

৩০ টাকা কাট-অফ প্রাইসের কোম্পানির ২০ পয়সা লভ্যাংশ

২০২৩ নভেম্বর ০৫ ১১:৩৪:০৮
৩০ টাকা কাট-অফ প্রাইসের কোম্পানির ২০ পয়সা লভ্যাংশ

ভালো ব্যবসা দেখিয়ে শেয়ারবাজারে উচ্চ দরে শেয়ার ইস্যু করে লুব-রেফ বাংলাদেশ। তবে এখন সেই কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ২০ পয়সা লভ্যাংশ ঘোষনা দেয়। যারা মুনাফার প্রায় ৮৬ শতাংশ কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে শাস্তি পেতে হবে কোম্পানিটিকে।

কোম্পানিটি ২০২১ সালে শেয়ারবাজারে আসে। ওইসময় প্রতিটি শেয়ার ৩০ টাকা করে কাট-অফ প্রাইস নির্ধারনের মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু সেই কোম্পানি সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় মাত্র ২ শতাংশ বা শেয়ারপ্রতি ২০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। যা ইস্যু মূল্য বিবেচনায় ০.৬৭ শতাংশ।

লুব রেফের সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ১.৪১ টাকা হিসেবে ২০ কোটি ৪৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ ২ শতাংশ বা শেয়ারপ্রতি ০.২০ টাকা হিসাবে মোট ২ কোটি ৯০ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার ১৪.১৬ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ১৭ কোটি ৫৮ লাখ টাকা বা ৮৫.৮৪ শতাংশ রিজার্ভে যোগ হবে।

তবে ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

এই বিধান অনুযায়ি, মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ১৭ কোটি ৫৮ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ১ কোটি ৭৬ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে লুব-রেফকে।

কোম্পানিটির ব্যবসা বাড়ানোর লক্ষ্যে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করা হয়। এই টাকা দিয়ে মেশিনারিজ ক্রয় ও স্থাপন এবং ব্যাংক ঋণ পরিশোধ করার জন্য তোলা হয়। এক্ষেত্রে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, ১৪৫ কোটি ২৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের লুব-রেফের ২৬১ কোটি ৫ লাখ টাকার রিজার্ভ রয়েছে। এ কোম্পানিটির শনিবার (৪ নভেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ৩৫.১০ টাকায় (ফ্লোর প্রাইস)।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে