ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

৮০ টাকা কাট-অফ প্রাইসের বসুন্ধরার ১.১০ টাকা লভ্যাংশ ঘোষণা

২০২৩ নভেম্বর ০৯ ০৯:৩৬:৩৭
৮০ টাকা কাট-অফ প্রাইসের বসুন্ধরার ১.১০ টাকা লভ্যাংশ ঘোষণা

আকর্ষণীয় ব্যবসায়িক পারফরমেন্স দেখিয়ে বসুন্ধরা পেপার মিলস শেয়ারবাজারে যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রতিটি শেয়ার ৮০ টাকা ও সাধারন বিনিয়োগকারীদের কাছে প্রতিটি ৭২ টাকা করে ইস্যু করে। তবে শেয়ারবাজারে আসার পরে কোম্পানিটির লেনদেন পূর্ব ৬৯ কোটি টাকা মুনাফা এখন ৪৬ কোটিতে নেমে এসেছে। অথচ শেয়ারবাজার থেকে অর্থায়নের মাধ্যমে কোম্পানিটির ৩০ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বসুন্ধরা পেপারের ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ২.৬২ টাকা হিসাবে ৪৫ কোটি ৫৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। যার পরিমাণ শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের আগে ২০১৭-১৮ অর্থবছরে ছিল প্রতিটি শেয়ারে ৪.৬৩ টাকা হিসাবে মোট ৬৯ কোটি ৩৬ লাখ টাকা। অর্থাৎ শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের পরে মুনাফা কমেছে ২৩ কোটি ৮৩ লাখ টাকা বা ৩৪ শতাংশ।

এ কোম্পানিটির শেয়ারবাজারে প্রবেশের প্রথম বছরেই ব্যবসায় বড় পতন হয়। ২০১৮-১৯ অর্থবছরের শুরুতে শেয়ারবাজারে লেনদেন আসা কোম্পানিটির ওই অর্থবছরেই মুনাফা ২৯ কোটি ১৯ লাখ টাকায় নেমে আসে।

কোম্পানিটি শেয়ারবাজারে প্রতিটি শেয়ার ৮০ টাকা করে যোগ্য বিনিয়োগকারী ও ৭২ টাকা করে সাধারন বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা সংগ্রহ করে। এই বিনিয়োগের বিপরীতে ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় ১১ শতাংশ বা শেয়ারপ্রতি ১.১০ টাকা পাবেন বিনিয়োগকারীরা। যা ৮০ টাকার বিপরীতে ১.৩৮ শতাংশ এবং ৭২ টাকার বিপরীতে ১.৫৩ শতাংশ। অথচ যেকোন ব্যাংকে এফডিআর করলে এর থেকে অনেক বেশি পাওয়া সম্ভব।

এর আগের অর্থবছরের ব্যবসায় ২.৯২ টাকা ইপিএসের বিপরীতে ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে বুক বিল্ডিংয়ে শেয়ারবাজারে আসে বসুন্ধরা পেপার। কোম্পানিটি শেয়ারবাজারের আসার শুরুতেই কাট-অফ প্রাইস অতিমূল্যায়িত হওয়া নিয়ে বিতর্কের মুখে পড়ে। এক্ষেত্রে অবশ্য ইস্যু ম্যানেজার ও কিছু যোগ্য বিনিয়োগকারীর সক্রিয় ও কৃত্রিম সহযোগিতার অভিযোগ আছে। যে শেয়ারটি এখন ইস্যু মূল্যের নিচে অবস্থান করছে।

বুধবার (০৮ নভেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬৩.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটিতে ক্যাপিটাল গেইনের পরিবর্তে বিনিয়োগ এখন লোকসানে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে