ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

শফিউলের অবসরের ঘোষণা

২০২৬ জানুয়ারি ০৫ ২০:৪৪:২৬
শফিউলের অবসরের ঘোষণা

খেলাধূলা ডেস্ক : গেল ৬ বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন শফিউল ইসলাম। ইনজুরি আর বয়সও ছিল একটা বিষয়। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছিলেন এই পেসার। আজ (সোমবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল।

খেলা ছাড়লেও অন্য কোনোভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন কিনা সেটা এখনো জানেন না তিনি। তবে ভালো সুযোগ থাকলে অবশ্যই ক্রিকেটের সঙ্গে সম্পর্ক রাখবেন এই পেসার।

ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দিয়ে শফিউল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।’

২০০৭ সালের মার্চে লিস্ট এ ম্যাচ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু শফিউলের। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ৩৬ বছর বয়সী পেসার সব মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট ১০৭টি।

২০১০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় শফিউলের। তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স ২০১১ সালের বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঐতিহাসিক জয় পায়। ২ উইকেটে জয়ের ম্যাচে ২৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

একই আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ রান খরচায় দারুণ বোলিংয়ে চার উইকেট নেন শফিউল। ওই সময় বিশ্বকাপে সেটাই ছিল কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে