ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

আবারও ভারতে খেলতে না চেয়ে আইসিসিকে বিসিবির চিঠি

২০২৬ জানুয়ারি ০৯ ১১:০৭:০৫
আবারও ভারতে খেলতে না চেয়ে আইসিসিকে বিসিবির চিঠি

খেলাধূলা ডেস্ক : মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট ঘিরে চলছে অনিশ্চয়তা। নিরাপত্তা শঙ্কায় আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার কথা জানিয়ে শ্রীলঙ্কায় ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে বিবেচনা করার দাবি জানায় বিসিবি। বিশ্ব ক্রিকেট সংস্থাও প্রথম চিঠির উত্তরে জানায়, ইভেন্টের এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা কঠিন, তবে তারা নিরাপত্তা ইস্যুগুলোতে আরও সুনির্দিষ্ট করে বিসিবির কাছে জানতে চেয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। কিন্তু বাংলাদেশ বোর্ড ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় থেকে দ্বিতীয়বার চিঠি দিয়েছে আইসিসিকে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকটি ইমেইল দিয়েছে। সেখানে ভারত সফরে নিরাপত্তাজনিত উদ্বেগের ব্যাখ্যা দিয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কায় ভেন্যু পাল্টানোর দাবি পুনর্ব্যক্ত করেছে। ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআই-কে বলেছে, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা শেষে বিসিবিসি আবারও আইসিসিকে চিঠি দিয়েছে। নিরাপত্তায় কোন কোন জায়গা নিয়ে উদ্বেগ, আইসিসি জানতে চেয়েছিল এবং বিসিবি সেগুলো উল্লেখ করেছে।’ তবে চিঠির সুনির্দিষ্ট বিষয়বস্তু জানাতে পারেননি তিনি।

গত বুধবার উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বুলবুল জানান, ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবার আইসিসিকে চিঠি দেওয়া হবে।’

ক্রীড়া উপদেষ্টা আসিফও বলেছিলেন, ‘আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তারা সেটা অনুধাবন করতে সক্ষম হয়নি।’

তিনি আরও বলেছিলেন, 'আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।'

বাংলাদেশ ভারতে না খেলার ব্যাপারে অনড় থাকার কথা জানান তিনি, ‘এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।’ তারই ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফের আইসিসিকে চিঠি দিলো।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত এই ম্যাচগুলো।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে