ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

ডিএসই-সিএসই একীভূতকরন হচ্ছে না

২০২৬ জানুয়ারি ২৮ ১৫:৩৩:৫১
ডিএসই-সিএসই একীভূতকরন হচ্ছে না

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একীভূত করে অন্তর্বর্তী সরকার একটি জাতীয় স্টক এক্সচেঞ্জ গঠনের লক্ষ্যে বুধবার (২৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিশেষ সভা ডাকে বলে নোটিশের আলোকে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে আজকের সভায় এ জাতীয় কোন এজেন্ডা ছিল না। এমনকি সভা ডাকা নিয়ে উপসচিবের দুই ধরনের নোটিশ পাওয়া গেছে।

দেখা যায়, গত ২২ জানুয়ারির উপসচিব হাছান মজুমদারের সাক্ষরিত এক সভার নোটিশে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ২৮ জানুয়ারি সকাল ১১টায় সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে বিভিন্ন অংশীজনকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলা হয়। এতে ডিএসই ও সিএসই একীভূত করা, সিডিবিএলকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) ডিএসইর সাবসিডিয়ারি হিসেবে অন্তর্ভুক্ত করার এজেন্ডা উল্লেখ করা হয়।

অন্যদিকে একই উপসচিব হাছান মজুমদারের সাক্ষরিত আরেকটি নোটিশে শেয়ারবাজার নিয়ে বৈঠকের কথা বলা হলেও তাতে ‘ডিএসই ও সিএসই একীভূত করা, সিডিবিএলকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) ডিএসইর সাবসিডিয়ারি হিসেবে অন্তর্ভুক্ত করার’ এজেন্ডা উল্লেখ নেই।

তবে বুধবার উপসচিবের প্রথম সভার নোটিশ নিয়ে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। যা সারাদিন শেয়ারবাজারে বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। তবে আজকের সভায় ডিএসই ও সিএসই একীভূত করা, সিডিবিএলকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) ডিএসইর সাবসিডিয়ারি হিসেবে অন্তর্ভুক্ত করার এজেন্ডা ছিল না।এদিন শেয়ারবাজারের উন্নয়নে করণীয় নিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে