ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

১৩৩ কোম্পানির আর্থিক হিসাব প্রকাশের তারিখ ঘোষণা

২০২৪ জানুয়ারি ২৫ ১৭:৪৩:৩৬
১৩৩ কোম্পানির আর্থিক হিসাব প্রকাশের তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩৩ কোম্পানির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো মধ্যে ২৫ জানুয়ারি পর্ষদ সভা হবে এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, শ্যামপুর সুগার ও ম্যারিকো বাংলাদেশের।

২৭ জানুয়ারি হবে অগ্নি সিস্টেমস, কপারটেক, ন্যাশনাল টি, ন্যাশনাল পলিমার, রেনেটা, ডেসকো, প্রিমিয়ার সিমেন্ট ও আনলিমা ইয়ার্নের।

২৮ জানুয়ারি হবে বিকন ফার্মা, রংপুর ফাউন্ড্রি, প্রাণ, মীর আখতার, বিডি সার্ভিসেস, ইবনে সিনা, রেনউইক যজ্ঞেশ্বর, আরগন ডেনিমস, এপেক্স ট্যানারি, জিল বাংলা সুগার, বেঙ্গল উইন্ডোসোর, পদ্মা অয়েল, শমরিতা হসপিটাল, অলিম্পিক এক্সেসরিজ, মেঘনা পেট্রোলিয়াম ও আজিজ পাইপসের।

২৯ জানুয়ারি হবে জুট স্পিনার্স, ভিএফএস থ্রেড, ইমাম বাটন, ইস্টার্ন কেবলস, আমান কটন, গোল্ডেন হার্ভেষ্ট, ফরচুন সুজ, বিডি থাই ফুড, ক্রাউন সিমেন্ট, জাহিন স্পিনিং, কেডিএস এক্সেসরিজ, কোহিনুর কেমিক্যাল, দেশবন্ধু, এমজেএল বিডি, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কাশেম ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা, সাভার রিফ্রেক্টরিজ, বারাকা পতেঙ্গা, বারাকা পাওয়ার, লাভেলো, সিমটেক্স, এডিএন টেলিকম, শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স, দেশ গার্মেন্টস, রহিমা ফুড, মেট্রো স্পিনিং, পাওয়ার গ্রীড, ম্যাকসন স্পিনিং, জেনেক্স ইনফোসিসের, সিলভা ফার্মা, এসকে ট্রিমস, আইসিবি, আরএকে সিরামিক, সোনারগাঁও টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, গ্লোবাল হেভী, মতিন স্পিনিং ও ইন্ট্র্যাকোর।

৩০ জানুয়ারি হবে কে অ্যান্ড কিউ, জেনারেশন নেক্সট, ফারইস্ট নিটিং, প্যাসিফিক ডেনিমস, সাফকো স্পিনিং, ডমিনেজ, জিকিউ বলপেন, ইফাদ অটোস, নাভানা সিএনজি, ফার্মা এইড, মোজাফ্ফর হোসাইন, আরডি ফুড, এনার্জিপ্যাক পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, আর.এন স্পিনিং, অলটেক্স, এম.এল ডাইং, এপেক্স ফুটওয়্যার, আমরা নেট, এটলাস বাংলাদেশ, বিডিকম, ওয়াটা কেমিক্যাল, আইটি কনসালটেন্টস, আমরা টেকনোলজিস, ফার কেমিক্যাল, জেএমআই হসপিটাল, তসরিফা, একমি ল্যাব, আনোয়ার গ্যালভানাইজিং, সায়হাম কটন, সিলকো ফার্মা, সী পার্ল, সায়হাম টেক্সটাইল, জিবিবি পাওয়ার, ড্রাগণ সোয়েটার, মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স, সিভিও, মেঘনা সিমেন্ট, জেএমআই সিরিঞ্জ, নাভানা ফার্মা, ডরিন পাওয়ার, অ্যাডভেন্ট ফার্মা, বিডি অটোকারস, কুইন সাউথ, সাবমেরিন কেবল, এসিআই ফরমূলেশন, ডেল্টা স্পিনার্স, পেপার প্রসেসিং, বসুন্ধরা পেপার, এসিআই, উসমানিয়া গ্লাস ও মনোস্পুলের।

৩১ জানুয়ারি স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, গোল্ডেন সন, স্টাইল ক্রাফট, দুলামিয়া কটন, এসএস স্টিল, সেন্ট্রাল ফার্মা ও শাশা ডেনিমসের পর্ষদ সভা হবে।

সভায় কোম্পানিগুলোর চলতি বছরের ২য় প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে