ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীরা হারালো ৬ হাজার ৫৯ কোটি টাকা

২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১১:৫৭:১২
বিনিয়োগকারীরা হারালো ৬ হাজার ৫৯ কোটি টাকা

গত সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারী) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৬ হাজার ৫৯ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ২.১৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ১১৯ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৬ হাজার ৫৯ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৫৮১ টাকা বা ০.৭৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৪৪০ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮ হাজার ৪৭৫ কোটি ২১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৩৪ কোটি ৮১ লাখ টাকার বা ১২.২১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১০ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৩৩৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.১১ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৮২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৩ টির বা ১৮.৩৪ শতাংশের, কমেছে ৩০৯ টির বা ৭৭.৬৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির বা ৪.০২ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৭৫ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বা ০.০২৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮২৯০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০১ টির দর বেড়েছে ২২৫ টির দর কমেছে এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে