ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতের বোমা বাংলাদেশের শেয়ারবাজারে: বড় পতন

২০২৫ মে ০৭ ১৪:৩৯:৪০
ভারতের বোমা বাংলাদেশের শেয়ারবাজারে: বড় পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারত পাকিস্তানে হামলা চালানোর ঘটনায় বাংলাদেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই আতঙ্কের কারণে বুধবার (৭ মে) দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ভারত পাকিস্তানে যে হামলা চালানোর ঘটনাই দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের কারণেই লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় দরপতন দেখা গেছে।

তারা বলছেন, ভারত-পাকিস্তানের উত্তেজনা এই উপমহাদেশে আতঙ্ক ছড়াবে এটাই স্বাভাবিক। তবে আগে থেকেই পতনের ধারায় থাকা দেশের শেয়ারবাজার এখন তলানিতে রয়েছে। এখান থেকে শেয়ারবাজারে বড় দরপতন না হওয়াটাই স্বাভাবিক। সুতরাং বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক আচরণ করা উচিত। তাহলে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে।

প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজমান এই পরিস্থিতিতে বুধবার দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। ফলে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় দরপতন হয়।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮০২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৩ পয়েন্ট।

বৃধবার ডিএসইতে ৫১৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৩ কোটি ২৭ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯ টি বা ২.২৫ শতাংশের। আর দর কমেছে ৩৮৫ টি বা ৯৬.৪৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫ টি বা ১.২৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃধবার ৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮ টির, কমেছে ১৯০ টির এবং পরিবর্তন হয়নি ৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৫৭৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে