ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

অস্তিত্ব সংকটে আইসিবি ইসলামিক ব্যাংক

২০২৪ এপ্রিল ১৫ ০৯:০৫:৫৯
অস্তিত্ব সংকটে আইসিবি ইসলামিক ব্যাংক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। যা কোম্পানিটির ব্যবসাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এ কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষক শঙ্কা প্রকাশ করেছেন।

ব্যাংকটির ২০২৩ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন।

নিরীক্ষক জানিয়েছেন, ব্যাংকটির ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পূঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাড়িঁয়েছে ২ হাজার ৫ কোটি ২১ লাখ টাকা। এছাড়া নেগেটিভ ইক্যুইটির পরিমাণ ১ হাজার ২৮৬ কোটি ৯৯ লাখ টাকা এবং ৮৭.৫০ লোন খেলাপি হয়ে গেছে। এই ব্যাংকটির বিনিয়োগ থেকে ৯৮ কোটি ৮৫ লাখ টাকা আয়ের বিপরীতে গ্রাহকদের ডিপোজিটের জন্য ব্যয় হয়েছে ৮১৩ কোটি ৭০ লাখ টাকা। বিদ্যমান এই শোচণীয় দুরাবস্থার কারনে ব্যাংকটির ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৯০ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আইসিবি ইসলামিক ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৬৪ কোটি ৭০ লাখ টাকা। এরমধ্যে ৪৭.২৪ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। সোমবার (০৮ এপ্রিল) এ ব্যাংকটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪.১০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে