ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

মুনাফা ২৩ শতাংশ বাড়লেও লভ্যাংশ দ্বিগুণ

২০২৪ এপ্রিল ২৩ ০৯:১৯:৪১
মুনাফা ২৩ শতাংশ বাড়লেও লভ্যাংশ দ্বিগুণ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালি ব্যাংকের আগের বছরের তুলনায় ২০২৩ সালের ব্যবসায় মুনাফা বেড়েছে ২৩ শতাংশ। তবে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ বাড়িয়ে দ্বিগুণ ঘোষণা করেছে।

ব্যাংকটির আগের বছরের ৫.৪৯ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩ সালে হয়েছে ৬.৭৬ টাকা। এক্ষেত্রে ব্যাংকটির আগের বছরের তুলনায় ২০২৩ সালে ২৩% মুনাফা বেড়েছে। তবে ব্যাংকটির পর্ষদ আগের বছরের ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশকে ২০২৩ সালে বাড়িয়ে ২৫ শতাংশ (১২.৫% নগদ ও ১২.৫% বোনাস) ঘোষণা করেছে।

পূবালি ব্যাংকের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৬.৭৬ টাকা হিসেবে ৬৯৫ কোটি ১৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১২.৫% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.২৫ টাকা করে মোট ১২৮ কোটি ৫৪ লাখ টাকা বা মুনাফার ১৮.৪৯% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৫৬৬ কোটি ৫৯ লাখ টাকা ব্যাংকেই রেখে দেওয়া হবে।

ওই ৫৬৬ কোটি ৫৯ লাখ টাকার মধ্য থেকে ১২.৫০% বোনাস হিসেবে ১২৮ কোটি ৫৪ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং বাকি ৪৩৮ কোটি ৫ লাখ টাকা রিজার্ভে রাখা হবে। উল্লেখ্য, ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া পূবালি ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ২৮ কোটি ২৯ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ২২ এপ্রিল দাঁড়িয়েছে ২৯.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে