ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শেয়ারহোল্ডারদের ঠকাতে গিয়ে বড় শাস্তির মূখে রূপালি ব্যাংক

২০২৪ মে ০২ ০৯:৩৪:০৬
শেয়ারহোল্ডারদের ঠকাতে গিয়ে বড় শাস্তির মূখে রূপালি ব্যাংক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় মুনাফা সত্ত্বেও কোন লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

গত ৩০ এপ্রিল রূপালি ব্যাংকের পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা ‘নো’ ডিভিডেন্ডের তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে ব্যাংকটির মুনাফা সত্ত্বেও ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

তবে ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

রূপালি ব্যাংকের ২০২৩ সালে শেয়ারপ্রতি (একক হিসাবে) ১.১৭ টাকা হিসাবে ৫৪ কোটি ৩৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি। অর্থাৎ মুনাফার পুরোটাই রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ৫৪ কোটি ৩৭ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৫ কোটি ৪৪ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে রূপালি ব্যাংককে।

উল্লেখ্য রূপালি ব্যাংকের বর্তমানে ৪৬৪ কোটি ৭০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯.৮১ শতাংশ। বুধবার (১ মে) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে