ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রিমিয়াম নিয়েও আছে সমস্যা

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সে অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয়

২০২৪ জুলাই ২৮ ০৯:৪৪:৩৯
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সে অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অমান্য করে নির্ধারিত সীমার থেকে অতিরিক্ত ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা ব্যয় করেছে। এছাড়া শ্রম আইন পরিপালন করছে না কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটির ২০২৩ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এই তথ্য জানিয়েছেন।

নিরীক্ষক জানিয়েছেন, খুচরা পর্যায়ে প্রিমিয়াম সংগ্রহ ও কমিশন প্রদান চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। নিরীক্ষায় দেখা গেছে, ফরম এক্সএল ও আর্থিক হিসাবের নোট-৮ অনুযায়ি কোম্পানিটির প্রত্যাশিত প্রিমিয়াম ও প্রকৃত প্রিমিয়াম সংগ্রহ ভিন্ন। ফরম এক্সএলে প্রিমিয়াম ৬ কোটি ৫৭ লাখ টাকা হলেও নোট ৮-এ এর পরিমাণ ৫ কোটি ৪৭ লাখ টাকা। যা কমিশন ও বীমা দাবি প্রদানে নেতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ আইডিআরএর এসআরও নং ২৮০-ল/২০১৮তে বর্ণিত সীমার থেকে ৯ কোটি ৫৬ লাখ টাকা অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয় করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

এই বীমা কোম্পানি কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করে না বলে জানিয়েছেন নিরীক্ষক। যে কোম্পানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৯ অনুযায়ি, গ্র্যাচ্যুইটির অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন করে না।

উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪ কোটি ৩ লাখ টাকা। এরমধ্যে ৬৬.৬০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) হাতে। কোম্পানিটির শনিবার (২৭ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ৩৮.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে