ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

৪ কার্যদিবসে সূচক বাড়ল ৭৮৬ পয়েন্ট

লেনদেন ছাড়ালো ২ হাজার কোটি টাকা : সূচকে বিরল ঘটনা

২০২৪ আগস্ট ১১ ১৫:৫২:০৩
লেনদেন ছাড়ালো ২ হাজার কোটি টাকা : সূচকে বিরল ঘটনা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : কোটা সংস্কারপন্থী ছাত্রদের আন্দোলনের মূখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে টানা বড় উত্থানে রয়েছে দেশের শেয়ারবাজার। যার ধারাবাহিকতায় রবিবার (১১ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। তবে এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূ্ল্যসূচক ডিএসইএক্স সকাল ১০টা ২১ মিনিটে ২৯১ পয়েন্ট বেড়েছিল। যে সূচক দুপুর ১২টা ৫৫ মিনিটে ৫৪ পয়েন্ট মাইনাস হয়ে গিয়েছিল। একইদিনে এতো বড় উত্থানের পরে আবার ঋণাত্মক হওয়ার ঘটনা বিরল। সেই ঋণাত্মক থেকে সূচকটি আবার দিন শেষে প্রায় ১০০ পয়েন্ট ইতিবাচকতায় দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬০১৬ পয়েন্টে। এর আগে গত ৩ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ৩০৬ পয়েন্ট, বুধবার ১৯২ পয়েন্ট ও মঙ্গলবার ১৯৭ পয়েন্ট বেড়েছে। অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের পরে ৪ কার্যদিবসে সূচক বেড়েছে ৭৮৬ পয়েন্ট।

রবিবার ডিএসইতে অনেকদিন পর ২ হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪০৩ কোটি ৬২ লাখ বা ২৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩ টি বা ৪৩.২৫ শতাংশের। আর দর কমেছে ২০৭ টি বা ৫১.৭৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২০ টি বা ৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৩০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯৪ টির, কমেছে ৮৬ টির এবং পরিবর্তন হয়নি ১৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮২ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৭২৮২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে