ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মজুদ পণ্যের সত্যতা নেই : বন্ধ হওয়ার শঙ্কা

২০২৪ আগস্ট ১২ ১০:০০:২৪
মজুদ পণ্যের সত্যতা নেই : বন্ধ হওয়ার শঙ্কা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ব্যবসায় খুবই দূর্বল। মাঝে কোম্পানিটির মূল ব্যবসা বাটন বা বোতামের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পরে গবাদি পশুর ব্যবসা শুরু করে। যে কোম্পানিটির ভবিষ্যতে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরী হয়েছে। এমন একটি কোম্পানির শেয়ার দর আকাশচুম্বি। যেটা আবার করা হয়েছে কারসাজির মাধ্যমে। যা সহজ হয়েছে ৮ কোটি টাকার কম পরিশোধিত মূলধনের কারনে।

গেম্বলিং আইটেম ইমাম বাটন কর্তৃপক্ষ অনিয়ম করার ক্ষেত্রে পিছিয়ে নেই। যা কোম্পানিটির গত ৩১ মার্চ পর্যন্ত সময়কালীন আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদন উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, হামি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা কোম্পানিটির ভবিষ্যতে টিকে থাকা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়াদি সনাক্ত করেছে, যা সঠিকভাবে প্রকাশ করা হয়নি। যে কোম্পানিটির ব্যবসা ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে।

নিরীক্ষক জানিয়েছেন, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি, ৩ বছরের বেশি সময় ধরে অপ্রদানকৃত লভ্যাংশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে হস্তান্তর করতে হবে। এছাড়া লভ্যাংশ পৃথক ব্যাংক হিসাবে রাখতে হবে। কিন্তু ইমাম বাটনে ২৪ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে। যা আবার পৃথক ব্যাংক হিসাবে রাখা হয়নি।

কোম্পানি কর্তৃপক্ষ ফ্লোর ভাড়া দেওয়াবাবদ ১০ লাখ টাকা অগ্রিম গ্রহণ করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক জানিয়েছে। কিন্তু কোম্পানিটির আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-৪০ অনুযায়ি কোন এ জাতীয় বা বিনিয়োগ সম্পত্তি নাই। তারপরেও ওই অগ্রিম টাকা দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছে।

ইমাম বাটন কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ৮১ লাখ টাকার মজুদ পণ্য ও ৭ লাখ টাকার পশুপ্রাণী দেখিয়েছে। কিন্তু নিরীক্ষক সরেজমিনে সত্যতা যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, ২০১০ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইমাম বাটনের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭ কোটি ৭০ লাখ টাকা। এরমধ্যে ৬৫.৮৮ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। ৬ মাসে ২১ পয়সা ইপিএস দেখানো কোম্পানিটির রবিবার (১১ আগস্ট) শেয়ার দর দাঁড়িয়েছে ১৩৬.৩০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে