ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএসইসিতে আসমা ও মুশফিকুরের নিয়োগে অনিয়ম

২০২৪ আগস্ট ১৫ ০৮:৫৯:৪৬
বিএসইসিতে আসমা ও মুশফিকুরের নিয়োগে অনিয়ম

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অর্থমন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে জনবল নিয়োগ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃপক্ষ। তারা আসমা-উল-হুসনা ও মুহাম্মদ মুশফিকুর রহমানের নিয়োগে এমনটি করেছে।

বিএসইসির নতুন জনবল কাঠামোকে কেন্দ্র করে কোন নিয়োগ না দেওয়ার জন্য ২০২০ সালের ১২ জুলাই অর্থমন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়। সহকারি সচিব মোঃ মখফার উদ্দিন খোকন সাক্ষরিত এই চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রক্রিয়াধীন বিএসইসি (কর্মকর্তা-কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০২০ সংশোধনের সকল প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদনের পূর্বে বিএসইসির সাংগঠনিক কাঠামোভুক্ত কয়েকটি ক্যাটাগরির বিভিন্ন শূণ্য পদে (বিদ্যমান ও নবসৃষ্ট) জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু করার কোন সুযোগ নেই, বিধায় যে কোন প্রকার নবনিয়োগ প্রক্রিয়ার অনুমোদন প্রদানে অসম্মতি জ্ঞাপন করা হলো।

এই নির্দেশনার পরে আসমা-উল-হুসনা ও মুহাম্মদ মুশফিকুর রহমানকে নিয়োগ দেয় বিএসইসি। দুজনকেই ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়। যারা ২০২০ সালের ২৪ আগস্ট যোগদান করেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে