ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

অস্তিত্ব সংকটে ইউনিয়ন ক্যাপিটাল

২০২৩ সেপ্টেম্বর ২৫ ০৯:৩২:১০
অস্তিত্ব সংকটে ইউনিয়ন ক্যাপিটাল

গত কয়েক বছর ধরে নিয়মিত অস্বিত্ব হারাচ্ছে বিভিন্ন লিজিং কোম্পানি। এবার সেই কাতারে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল। যে কোম্পানিটির সম্পদের থেকে দায় বেশিসহ নানা সমস্যা প্রকট হয়ে উঠেছে।

নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ি, ইউনিয়ন ক্যাপিটালের ২০২২ সালে ২০৬ কোটি ২৩ লাখ টাকা লোকসান হয়েছে। এতে করে ঋণাত্মক সংরক্ষিত আয়ের (রিটেইন আর্নিংস) পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ কোটি ৪০ লাখ টাকায়। এরফলে কোম্পানিটির মোট সম্পদের থেকে ২৭৩ কোটি ৬৪ লাখ টাকার দায় বেশি হয়ে গেছে।

সম্পদের থেকে দায় বেশি হওয়ার ফলে ইউনিয়ন ক্যাপিটালে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১৫.৮৬) টাকায়। অর্থাৎ এই মুহূর্তে কোম্পানিটিকে অবসায়নে পাঠানো হলে শেয়ারহোল্ডাররা ১ টাকাও পাবে না।

নিরীক্ষক জানিয়েছেন, এই কোম্পানিটির ২০২২ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১.৯৫ টাকা এবং মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিএআর) ঋণাত্মক (১৫.১২%)। এছাড়া ইউনিয়ন ক্যাপিটালের ১৬৯ কোটি ২ লাখ টাকার রেগুলেটরি মূলধন থাকা দরকার। কিন্তু কোম্পানিটির আছে ঋণাত্মক ২৪৬ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ রেগুলেটরি ক্যাপিটালের ঘাটতি ৪১৫ কোটি ৬ লাখ টাকা।

চলমান এই শোচণীয় দুরাবস্থার কারনে ইউনিয়ন ক্যাপিটালের ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

আরও পড়ুন...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অ্যাগ্রো অর্গানিকার কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার

ধংসের পথে থাকা ইউনিয়ন ক্যাপিটাল থেকে অস্তিত্ব সংকটের বিআইএফসিতে ২০ কোটি ৯৭ লাখ টাকা ও ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৭৭ কোটি ৫৭ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইউনিয়ন ক্যাপিটালের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭২ কোটি ৫৭ লাখ টাকা। এরমধ্যে ৬৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। রবিবার (২৫ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭.৩০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে