ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ ব্যাংক-এফআরসির নির্দেশনা পরিপালন করেনি রূপালি ব্যাংক

২০২৫ জুলাই ২০ ০৯:১৯:৩৭
বাংলাদেশ ব্যাংক-এফআরসির নির্দেশনা পরিপালন করেনি রূপালি ব্যাংক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালি ব্যাংকের ২০২৪ সালে হাজার হাজার কোটি টাকার লোকসানকে আড়াল করে ভূয়া মুনাফা দেখিয়েছে। যে ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংক ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনার ব্যত্যয় পেয়েছে নিরীক্ষক।

ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, ব্যাংকটিতে ৬৭৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার মানি ডিপোজিট রয়েছে। যা ২০২৪ সাল পর্যন্ত সময়ে সাধারন শেয়ারে রুপান্তর করা হয়নি। অথচ ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনা অনুযায়ি ওই ফান্ড প্রাপ্তির ৬ মাসের মধ্যে সাধারন শেয়ারে রুপান্তর করার বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ি, একটি ব্যাংকের পরিশোধিত মূলধন কমপক্ষে ৫০০ কোটি টাকা হতে হবে। তবে রূপালি ব্যাংকে এই মূলধন রয়েছে ৪৮৭ কোটি ৯৩ লাখ টাকা।

তবে সম্প্রতি ব্যাংকটির পর্ষদ ৬৭৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার মানি ডিপোজিটকে সাধারন শেয়ারে রুপান্তর করার উদ্যোগ নিয়েছে। যা বাস্তবায়নে ব্যাংকের এফআরসির সাধারন শেয়ারে রুপান্তর ও বাংলাদেশ ব্যাংকের ন্যূণতম মূলধনের নির্দেশনা পরিপালন হবে।

আরও পড়ুন......

রূপালি ব্যাংকের ১৫ হাজার কোটি টাকা লোকসান : দেখিয়েছে মুনাফা ১১ কোটি

ব্যাংকটি জানিয়েছে, তারা ৬৭৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার মানি ডিপোজিটকে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি শেয়ারে রুপান্তর করা হবে। এই শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রুপান্তর করা হবে। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই শেয়ার দেওয়া হবে।

এলক্ষ্যে আগামি ২৭ আগস্ট বিশেষ সাধারন সভা (ইজিএম) আয়োজন করেছে রুপালি ব্যাংক কর্তৃপক্ষ। এজন্য ২১ জুলাই রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রূপালি ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৮৭ কোটি ৯৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯.৮১ শতাংশ। কোম্পানিটির সোমবার (১৫ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ২৩.১০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে