ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

লোকসান হলেও কৃত্রিম মুনাফা দেখিয়েছে এনআরবি ব্যাংক

২০২৫ জুলাই ২২ ০৮:৫৮:৪২
লোকসান হলেও কৃত্রিম মুনাফা দেখিয়েছে এনআরবি ব্যাংক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংকের ২০২৪ সালে প্রকৃতপক্ষে ২৬২ কোটি টাকার বেশি বা শেয়ারপ্রতি ৩.৮০ টাকা লোকসান হয়েছে। তবে এ ব্যাংক কর্তৃপক্ষ ওই বছরের ব্যবসায় প্রায় ৮ কোটি টাকা বা শেয়ারপ্রতি ০.১১ টাকা মুনাফা দেখিয়েছে।

ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকটির ২০২৪ সালে শেয়ারপ্রতি ০.১১ টাকা করে নিট মুনাফা দেখানো হয়েছে ৭ কোটি ৬০ লাখ টাকা। আর ব্যাংকটির নিট সম্পদ ৮৭৪ কোটি ২৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি নিট ১২.৬৬ টাকা সম্পদ দেখানো হয়েছে।

তবে নিরীক্ষা প্রতিবেদনে জানানো হয়েছে, এ ব্যাংকটির বিনিয়োগের বিপরীতে ২০২৪ সালে আরও ২৭০ কোটি টাকা প্রভিশন বা সঞ্চিতি দরকার ছিল। যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের মাধ্যমে পরবর্তীতে গঠন করার সুযোগ পেয়েছে ব্যাংকটি। তবে বাংলাদেশ ব্যাংকের এই সুযোগ আন্তর্জাতিক হিসাব মানের সঙ্গে সামঞ্জসূপূর্ণ না। কারন ব্যাংকটিকে এখন সঞ্চিতি গঠন থেকে বিরত থাকার সুযোগ দিলেও ভবিষ্যতে ঠিকই করতে হবে। সেটার প্রভাব এখন না দেখিয়ে ভবিষ্যতে দেখানো হবে। এটা একধরনের বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা।

ব্যাংকটির হিসাব মান অনুযায়ি ২০২৪ সালেই সঞ্চিতি গঠন করা দরকার। যা করা হলে ব্যাংকটির ওই বছরে ২৬২ কোটি ৪০ লাখ টাকা বা শেয়ারপ্রতি (৩.৮০) টাকা লোকসান হতো বলে জানিয়েছেন নিরীক্ষক।

এদিকে ওই প্রয়োজনীয় সঞ্চিতি ২০২৪ সালে গঠন করা হলে ব্যাংকটির নিট সম্পদ ৬০৪ কোটি ২৮ লাখ টাকায় বা শেয়ারপ্রতি সম্পদ ১২.৬৬ টাকা থেকে কমে ৮.৭৫ টাকায় নেমে আসতো।

আরও পড়ুন....

রূপালি ব্যাংকের ১৫ হাজার কোটি টাকা লোকসান : দেখিয়েছে মুনাফা ১১ কোটি

উল্লেখ্য, ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এনআরবি ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৯০ কোটি ৫৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৪.০১ শতাংশ। কোম্পানিটির সোমবার (২১ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ১০.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে