ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

‘হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করেছি, কোনও টাকা পাইনি’

২০২৫ জুলাই ২২ ১৯:৫০:১৭
‘হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করেছি, কোনও টাকা পাইনি’

বিনোদন ডেস্ক : জরায়ু-মুখ ক্যানসারে মৃত্যু হয়েছে পুনম পাণ্ডের। নিজেই এমন খবর ছড়িয়ে দিয়েছিলেন বিতর্কিত অভিনেত্রী। তারপরে নিন্দার ঝ়ড় বয়ে গেছে তার উপর। কিন্তু পুনমের দাবি, তাঁর এই কাণ্ডের পিছনে রয়েছে সৎ উদ্দেশ্য। সেই বিষয়ে ফের এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পুনম।

পুনম জানিয়েছেন, এক বছর পরে মানুষ বুঝতে পারছেন, তাঁর মৃত্যুর গুজব আসলে কতটা প্রয়োজনীয় ছিল। লোকে অনেক কথা বলেছিল তখন। ও কীভাবে ক্যানসারের মতো বিষয় নিয়ে এমন মিথ্যাচার করতে পারে। প্রচারের জন্য কীভাবে কেউ এমন করতে পারে। আর লোকজন আমাকে এখন ফোন করছে। ক্রমশ মানুষের বুদ্ধি হচ্ছে। এরাই আমাকে ঘৃণা করেছে। কিন্তু এখন এরাই ভ্যাকসিন করাচ্ছে। চিকিৎসকেরা আমার প্রশংসা করছেন।

আমার চিকিৎসক বন্ধুরা বলেছেন, ‘পুনম আমরা বলে বলে হাঁপিয়ে গেছি। কিন্তু তুমি খুব ভাল কাজ করেছ।’ এই ক্যানসারকে আগে থেকেই আটকানো যায়, মানুষ সেটা বুঝেছে।”

এখানেই শেষ নয়। পুনমের দাবি, তাঁর একটি মিথ্যার জন্য হাজার হাজার মানুষের প্রাণ বেঁচেছে। অভিনেত্রীর কথায়, “আমাকে খুব খারাপ খারাপ কথা বলেছে। এরা নিজেরা কোনও কর্মের নয়। নিজেরাই হয়তো প্রতিদিন অসংখ্য মিথ্যা কথা বলে। আর আমি একটা মিথ্যা কথা বলেছিলাম। তার থেকে হাজারের বেশি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। এর জন্য আমি কোনও অর্থ পাইনি। টাকাপয়সার কোনও ব্যাপারই ছিল না। একটি মহৎ উদ্দেশ্যের জন্যই এটা করা হয়েছিল। কিন্তু লোকজন আমাকে সাংঘাতিকভাবে অপমান করেছিল।”

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে