ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

আসছে মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে মুভি

২০২৫ জুলাই ২৫ ১০:১৩:৫৪
আসছে মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে মুভি

বিনোদন ডেস্ক : প্রয়াত সংগীত কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনের ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মাইকেল’ অবশেষে মুক্তির তারিখ পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল রুপালি পর্দায় দেখা দেবেন এই পপস্টার। ছবিটি বিশ্বব্যাপী সাধারণ প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাবে বলে জানা গেছে।

চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে পরিবেশন করবে লাইন্সগেট। বিশ্বের অন্যান্য দেশে পরিবেশনার দায়িত্বে রয়েছে ইউনিভার্সাল। শুধুমাত্র জাপানে পরিবেশন করছে কিনো ফিল্মস।

অ্যান্টোয়ান ফুকোয়া পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন জন লোগান। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার ভাইপো জাফার জ্যাকসন। প্রযোজনায় আছেন গ্রাহাম কিং, যিনি ‘দ্য ডিপার্টেড’ ছবির জন্য অস্কার জিতেছিলেন।

চলচ্চিত্রের সংক্ষিপ্ত বর্ণনায় বলা হয়েছে, ‘‘মাইকেল’ একজন সাধারণ কিশোর থেকে বিশ্ববিখ্যাত ‘পপের রাজা’ হয়ে ওঠা মাইকেল জ্যাকসনের জীবনের অনন্য, হৃদয়ছোঁয়া এবং প্রভাববিস্তারকারী যাত্রা তুলে ধরবে। এটি একজন সংগীতপ্রতিভার জীবনের অন্তরঙ্গ দিক ও স্থায়ী প্রভাবের ছবি।’

চলচ্চিত্রটির শুটিং শেষ হয় ২০২৪ সালের মে মাসে। তবে পরবর্তীতে কিছু পুনরায় ধারণ করা হয় এবং ছবিটির প্রাথমিক কাট দীর্ঘ হওয়ায় মুক্তির তারিখ পেছানো হয়। শুরুতে এটি দুই পর্বে মুক্তির সম্ভাবনাও ছিল। ছবিটির বাজেট ধরা হয়েছে প্রায় ১৫৫ মিলিয়ন ডলার।

‘মাইকেল’ ছবিতে আরও অভিনয় করছেন কোলম্যান ডোমিংগো (পিতা জো জ্যাকসন), নিয়া লং (মাতা ক্যাথরিন জ্যাকসন), মাইলস টেলার (আইনজীবী ও উপদেষ্টা জন ব্রাঙ্কা), লারেনজ টেট (মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি), লরা হ্যারিয়ার (সংগীত নির্বাহী সুজান দে পাস), ক্যাট গ্রাহাম (ডায়ানা রস), জেসিকা সুলা (বড় বোন লা টোয়া জ্যাকসন), লিভ সাইমোন (গ্ল্যাডিস নাইট), কেভিন শিনিক (ডিক ক্লার্ক), কেইলিন ডারেল জোনস (বিশ্বস্ত নিরাপত্তাকর্মী বিল ব্রে) এবং কেনড্রিক স্যাম্পসন (সংগীত পরিচালক কুইন্সি জোনস)।

বিশ্বসংগীতের ইতিহাসে অন্যতম আইকন মাইকেল জ্যাকসনের জীবনীচিত্র ‘মাইকেল’ এখন শুধু তার ভক্তদের নয়, চলচ্চিত্রপ্রেমীদের কাছেও বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে