ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য না শাহরুখ

২০২৫ আগস্ট ০৭ ২০:০৬:৩৫
কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য না শাহরুখ

বিনোদন ডেস্ক :বিশ্বব্যাপী অনুরাগী ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের। শুধু অভিনয় নয়। তাঁর ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা। কিন্তু কমল হাসানের কাছে নাকি কিছুই না শাহরুখ খান। এমনকি কমলের পায়ের ধুলোরও যোগ্য নন। এমনই দাবি করলেন বলিউডের অভিনেতা লিলিপুট। বলিউডে খর্বকায় অভিনেতা হিসেবে পরিচিত তিনি।

২০১৮ সালে ‘জ়িরো’ ছবিতে খর্বকায় অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তারপর বলিউড থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন শাহরুখ।

সেই ছবি নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন লিলিপুট। তাঁর মতে, অন্ধ মানুষের চরিত্রে কাজ করা খুব একটা কঠিন নয়। কিন্তু খর্বকায় মানুষের চরিত্রে অভিনয় করা মোটেই সহজ নয়। খর্বকায় ব্যক্তিদের চলাফেরা আর পাঁচজনের মতোই স্বাভাবিক। শুধু তাঁদের শারীরিক উপস্থিতিই দেখতে অন্য রকম লাগে।

লিলিপুট বলেছেন, “একজন মানুষ কীভাবে খর্বকায় সাজবে? প্রযুক্তির মাধ্যমেই তাঁকে ছোট করে দেখানো হবে। আমরা সবাই জানি, আপনি (শাহরুখ) সুপুরুষ ও মিষ্টি। আপনার বিষয়ে আমাদের ধারণা এটাই। তাই ছবিতে আমরা কোনও খর্বকায় ব্যক্তিকে দেখিনি। আমরা দেখেছি এক নায়ককে, যাঁকে প্রযুক্তির মাধ্যমে ছোট দেখানো হয়েছে। আপনাদের চিত্রনাট্যই বা কী বোঝাতে চেয়েছে?”

শাহরুখ নাকি কমল হাসানকে নকল করেছেন। এই দাবিও তুলেছেন লিলিপুট। অভিনেতা বলেছেন, “আপ্পু রাজার বুদ্ধিমত্তা দেখা উচিত। কমল হাসানকে কিন্তু বদলে ফেলতে হয়নি। খর্বকায় ব্যক্তির ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় অনুসরণ করেছেন তিনি। খর্বকায় ব্যক্তিদের চেহারায় কিছু বৈশিষ্ট্য থাকে। তাঁদের আঙুলগুলো খাটো হয়। হাতগুলো হয় মোটা। মুখ ও পা অন্যরকম হয়। এই বিষয়গুলি যদি তুলে ধরতে নাই পারেন, তাহলে ছবিটা করার কী দরকার! আপনি কমলজিকে নকল করতে চাইছেন? ওঁর অভিনয়ের পায়ের ধুলোর সমানও আপনি নন।”

জাতীয় মঞ্চে শাহরুখ সম্মানিত হওয়ার কয়েক দিনের মধ্যে এই মন্তব্য করেছেন লিলিপুট। অভিনেতার এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে