ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

আজও ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৫:৫৮:০২
আজও ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দুই দিনের ন্যায় বৃহস্পতিবারও (২৫ সেপ্টেম্বর) মূল্যসূচকের ভালো উত্থান হয়েছে। এছাড়া আগেরদিনের ন্যায় আজও লেনদেনে বড় উন্নতি হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪১৫ পয়েন্টে। যা বুধবার ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার ১০ পয়েন্ট বেড়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৭০৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৭৬ কোটি ১ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৩২ কোটি ৯৪ লাখ টাকার বা ২৩ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৫ টি বা ৪৩.৯৭ শতাংশের। আর দর কমেছে ১৫৭ টি বা ৪৯.৪৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬ টি বা ১৬.৫৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৬২ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৮৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে