ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

উগান্ডার হয়ে খেলবেন ভারতীয় ক্রিকেটার

২০২৫ সেপ্টেম্বর ২৪ ২০:৪৮:৫৭
উগান্ডার হয়ে খেলবেন ভারতীয় ক্রিকেটার

খেলাধূলা ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে অংশ নিয়েছে উগান্ডা। বিশ্বকাপ বাছাইয়ের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে তারা। এই দলে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেট খেলা সাবেক ভারতীয় অলরাউন্ডার সুমিত ভার্মা।

ভারতের জনপ্রিয় ঘরোয়া লিগ সৈয়দ মুশতাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন তিনি। সবশেষ ২০২৪-২৫ মৌসুমে হিমাচল প্রদেশ দলে দেখা যায় তাকে। গত জানুয়ারিতেও হিমাচলের হয়ে অন্ধ্র প্রদেশের বিপক্ষে ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।

সুমিত সবমিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মোট ৫৪টি। যেখানে ১৫.৫০ গড়ে ৬০৭ রান করেছেন তিনি। তার নামের পাশে আছে ৫টি ফিফটি। এই সময়ে তিনি ব্যাটিং করেছেন ১৩৯ স্ট্রাইক রেটে। এবার উগান্ডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার অপেক্ষায় আছেন তিনি।

অবশ্য এর আগেও একাধিক ভারতীয় ক্রিকেটার খেলেছেন উগান্ডা দলে। সুমিত পঞ্চম ভারতীয় হিসেবে উগান্ডার জার্সিতে মাঠে নামবেন। সুমিতের আগে রাঘব ধাওয়ান, দিনেশ নাকরানি, শ্রীদীপ মাঙ্গেলা ও গৌরভ তোমার উগান্ডার হয়ে খেলেছেন।

আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব। আফ্রিকা বাছাইপর্বের গত আসরে রানার্সআপ হয় উগান্ডা। এতে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় তারা। যা ছিল দেশটির ইতিহাসে প্রথম কোনো ক্রিকেট বিশ্বকাপে খেলা।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে