ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

তামান্না মিনিটে নেন ১ কোটি টাকা

২০২৬ জানুয়ারি ০৫ ২০:০২:৫৪
তামান্না মিনিটে নেন ১ কোটি টাকা

বিনোদন ডেস্ক : ২০২৫ সাল তামান্না ভাটিয়ার মনে রাখার মতো বছর গেছে। এক দিকে কর্মজীবনে একের পর এক সাফল্য। একইসঙ্গে ব্যক্তিগত জীবনে প্রেম ভাঙার যন্ত্রণা। বড়দিন থেকে নতুন বছর— সব শুভদিনেই সমাজমাধ্যমে নিজের একার ছবি দিয়েছেন তিনি। যদিও গোটা ২০২৫ সালটাই দর্শক বুঁদ ছিল তামান্নার ‘আজ কি রাত’ থেকে ‘কাভাল্লা’ থেকে ‘গুফর’-এর তালে। নতুন বছরেও তামান্নার ঝুলিতে রয়েছে একাধিক কাজ। তবে পঁচিশের শেষে আকাশছোঁয়া পারিশ্রমিক হল তাঁর।

সম্প্রতি বছর শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে তামান্নার সঙ্গে ছিলেন সোনম বাজওয়া, ডিজে চেতস-সহ একাধিক শিল্পী। যদিও তামান্না মঞ্চে উঠতেই যেন বদলে যায় দর্শকদের উত্তেজনা। সকলেই চিৎকার করে ডাকতে থাকেন তামান্নার নাম ধরে। ওই অনুষ্ঠানের টিকিটের মূল্য নেহাত কম ছিল না। অভিনেত্রীর শরীরী বিভঙ্গ চাক্ষুষ করতে উদগ্রীব দর্শক মোটা টাকার মূল্য দিতে পিছপা হননি।

অভিনেত্রী বর্ষবরণের সেই রাতে ৬ মিনিটের একটি নৃত্য পরিবেশনা করতে নেন ৬ কোটি টাকা। এই মুহূর্তে তামান্না ছাড়া আর কোনও বলিউড অভিনেত্রী এত বিশাল অঙ্কের পারিশ্রমিক পান না।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে