ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

‘অস্বস্তি’তে স্ত্রী স্নেহা রেড্ডী

২০২৬ জানুয়ারি ০৫ ২০:১৩:২৫
‘অস্বস্তি’তে স্ত্রী স্নেহা রেড্ডী

অর্থ বাণিজ্য ডেস্ক : হায়দরাবাদের এক জনপ্রিয় ক্যাফেতে গিয়েছিলেন আল্লু অর্জুন ও তাঁর স্ত্রী স্নেহা রেড্ডী। তাঁদের দেখে উৎসাহে বেসামাল হয়ে পড়েন ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আল্লু নিজে অনুরোধ করতে বাধ্য হন।

কিছু দিন আগেই ভিড়ের মধ্যে হেনস্থার শিকার হয়েছিলেন নিধি আগরওয়াল ও সমান্থা রুথ প্রভু। নিধির পোশাক ধরে টানাটানিও করা হয়েছিল। এ বার ভক্তদের ভিড়ে হেনস্থার শিকার আল্লু অর্জুন ও তাঁর স্ত্রী স্নেহা রেড্ডী। কোনওমতে স্ত্রীকে ভিড় থেকে সরিয়ে বের করে আনেন দক্ষিণী তারকা।

হায়দরাবাদের কোকাপট এলাকায় এ দিন ‘আল্লু সিনেমাস’ নামে একটি প্রেক্ষাগৃহ খোলার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা। প্রথম দিকে ক্যাফেতে তাঁদের চিনতে পারেননি অনুরাগীরা। তারপরে যে মুহূর্তে তাঁরা বুঝতে পারেন, ক্যাফেতে তাঁদের প্রিয় তারকা ও তাঁর স্ত্রী হাজির, সেই মুহূর্তে উৎসাহে উত্তেজিত হয়ে ওঠেন। এমনকি, নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকা সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে