ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

গোল্ডেন হার্ভেস্টের ২ পরিচালকের শেয়ার হস্তান্তর আটকে দিলো ডিএসই

২০২৬ জানুয়ারি ০৬ ২০:২৫:২০
গোল্ডেন হার্ভেস্টের ২ পরিচালকের শেয়ার হস্তান্তর আটকে দিলো ডিএসই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ২ পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন দেয়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক রাজীব সামদানি ও সাধারণ পরিচালক নাদিয়া খলিল চৌধুরীর মোট ১ কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্সের কাছে হস্তান্তরের কথা থাকলেও বর্তমান সিদ্ধান্তের ফলে সেই প্রক্রিয়াটি আর কার্যকর হচ্ছে না।

ডিএসই জানিয়েছে, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আহমেদ রাজীব সামদানি তার মালিকানাধীন ৯০ লাখ শেয়ার আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছিলেন। একইসঙ্গে কোম্পানির অপর পরিচালক নাদিয়া খলিল চৌধুরী তার হাতে থাকা ১০ লাখ শেয়ার একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আবেদন করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ উভয় পরিচালকের মোট ১ কোটি শেয়ারের এই হস্তান্তরের বিষয়ে দেওয়া পূর্বের অনুমোদন বাতিল ঘোষণা করেছে।

এর আগে গত ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে ডিএসই এই দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের বিষয়ে একটি প্রাথমিক সংবাদ প্রকাশ করেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে