ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

শেয়ারবাজারে উত্থান

২০২৬ জানুয়ারি ০৭ ১৫:১১:৩২
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দুইদিনের পতন শেষে বুধবার (০৭ জানুয়ারি) ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯৩ পয়েন্টে। যা আগের দুইদিনের পতনের মধ্যে মঙ্গলবার ১ পয়েন্ট ও সোমবার ১০ পয়েন্ট কমেছিল।

এর আগের শেষ ৩ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে রবিবার (০৪ জানুয়ারি) ৫৫ পয়েন্ট, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১০ কোটি ৯৯ লাখ টাকা বা ২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৩ টি বা ৪৯.৭৪ শতাংশের। আর দর কমেছে ১৩১ টি বা ৩৩.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.৪৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৯ টির, কমেছে ৪৬ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৭৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে