ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৬ জানুয়ারি ০৫ ১৪:৪৬:৩১
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৩ কার্যদিবস মূল্যসূচকের উত্থানের পর সোমবার (০৫ জানুয়ারি) পতন হয়েছে। এছাড়া লেনদেন ৫০০ কোটির নীচে নেমে এসেছে।

সোমবার (০৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯৫৫ পয়েন্টে। যা এর আগের শেষ ৩ কার্যদিবসের উত্থানের মধ্যে রবিবার (০৪ জানুয়ারি) ৫৫ পয়েন্ট, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৪৮৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৩৭ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫১ কোটি ৫৯ লাখ টাকা বা ১০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৩ টি বা ৩৬.৭৬ শতাংশের। আর দর কমেছে ১৮৯ টি বা ৪৮.৫৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৭ টি বা ১৪.৬৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৭৯ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৪০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে