ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

ডিএসইতে ৭৮ শতাংশ কোম্পানির দর পতন : সূচকে ধস

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৫:০১:৩৮
ডিএসইতে ৭৮ শতাংশ কোম্পানির দর পতন : সূচকে ধস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের ন্যায় রবিবারও (২১ সেপ্টেম্বর) ৭৬ শতাংশের বেশি কোম্পানির দর পতন হয়েছে। এতে করে আজও মূল‍্যসূচকের বড় পতন হয়েছে। আর লেনদেন কমে তলানিতে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৮২ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৪২ পয়েন্ট ও বুধবার ১৭ পয়েন্ট কমেছিল।

রবিবার ডিএসইতে ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬৫৪ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ আগেরদিনের তুলনায় আজকে লেনদেন কমেছে ৩৩ কোটি ২৩ লাখ টাকা বা ৫ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৯ টি বা ৯.৮৫ শতাংশের। আর দর কমেছে ৩০৭ টি বা ৭৭.৫৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০ টি বা ১২.৬৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২ টির, কমেছে ১৬১ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫১৯৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে