ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

আট বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই আইরার

২০২৫ অক্টোবর ২১ ১৮:৩৪:৪৯
আট বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই আইরার

বিনোদন ডেস্ক : বাবা আমির খান ও মা রিনা দত্তের বিচ্ছেদ প্রভাব ফেলেছিল মেয়ে আইরা খানের উপর। অবসাদে ভুগতে শুরু করেছিলেন। যদিও স্বামী নুপূর জীবনে আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। গত আট বছর ধরে তিনি ওষুধ খাচ্ছেন, চলছে চিকিৎসা।

সম্প্রতি আইরা জানান, তিনি থেরাপির শেষ সেশন সেরেছেন। আত্মতৃপ্তির সুরে জানান, “অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় পাশ করেছেন”।

বহু বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন আইরা। নিজের ভিতরের অস্থিরতার কথা সব সময় খোলাখুলিই আলোচনা করেছেন তিনি।

এবার তিনি জানান, নিয়মিত চিকিৎসা আপাতত শেষ মানেই এমন নয় যে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন। এখনও ওষুধ খেয়ে যেতে হবে তাঁকে।

আইরা বলেন, ‘‘আমাকে আর কোনও থেরাপি নিতে হবে না। কারণ, আমার চিকিৎসক আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি নিজেই নিজের বাকি জীবনটা চালনা করতে পারব। অন্যদের যত্ন নিতে পারব। শুধু তাই নয়, আমি সুস্থভাবে, আনন্দ করে বাকি জীবনটা কাটাতে পারব বলেই জানিয়েছেন তিনি। ভবিষ্যতে একই ধরনের সমস্যা হলে সামলে নিতে পারব। যদি না পারি তবে সাহায্য চাইব।’’ প্রায় আট বছরের দীর্ঘ লড়াই শেষ হতেই তিনি বলেন, ‘‘হয়তো এটা বলার মতো কিছু নয়, তাও মনে হচ্ছে পাশ করে গিয়েছি।’’

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে