ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে ৫ ব্যাংকের লেনদেন বাতিল

২০২৫ নভেম্বর ০৬ ০৮:৪৬:১৮
শেয়ারবাজারে ৫ ব্যাংকের লেনদেন বাতিল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এসব ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হলেও শেয়ারহোল্ডাররা কেউ ক্ষতিপূরণ পাবেন না। এমনটিই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার আলোকে ব্যাংকগুলোর শেয়ারবাজারে লেনদেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওই সিদ্ধান্তের ফলে বিএসইসি ব্যাংকগুলোর লেনদেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যা বৃহস্পতিবার (০৬ নভেম্বর) থেকেই কার্যকর হতে যাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

আরও পড়ুন...পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’

লেনদেন চালু থাকলে শেয়ার দর কমবে এবং শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়বে, এমন ভাবনা থেকে ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরমধ্যে দিয়ে ব্যাংকগুলোর শেয়ারহোল্ডারদের আর কিছুই থাকল না। কারন এসব ব্যাংকের আর লেনদেনে ফিরে আসার সম্ভাবনা নেই। কারন ব্যাংকগুলো একীভূত করে নতুন ব্যাংক করা হবে। যার কোন শেয়ার পাবে না বর্তমান শেয়ারহোল্ডাররা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে