ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

শাস্তি কমিশনের উপর হতাশা বাড়ছে

টানা ৬ কার্যদিবসের পতনে সূচক ৪ মাসের মধ্যে সর্বনিন্মে

২০২৫ নভেম্বর ০৯ ১৫:০৮:৫০
টানা ৬ কার্যদিবসের পতনে সূচক ৪ মাসের মধ্যে সর্বনিন্মে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৫ কার্যদিবসের ন্যায় রবিবারও (০৯ নভেম্বর) মূল্যসূচকের পতন হয়েছে। যে পতনে মূল্যসূচক ৪ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের উপর হতাশা বেড়েই চলেছে। যে কমিশন নিজেদেরকে শুধুমাত্র শাস্তি প্রদানের মধ্যে নিযুক্ত রেখে পুরো কমিশনকে ‘শাস্তি কমিশন’ হিসেবে পরিচিত করিয়েছে।

রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯০০ পয়েন্টে। যে সূচকটি এর আগে সর্বশেষ গত ৩ জুলাই আজকের থেকে কম ছিল। অর্থাৎ রবিবার সূচকটি ৪ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

ডিএসইএক্স সর্বশেষ টানা ৬ কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৬৮ পয়েন্ট ও গতসপ্তাহের বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছে। এতে করে সূচকটিন ৬ কার্যদিবসে কমেছে ২২২ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪০২ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৪১৯ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১৭ কোটি ৫৯ লাখ টাকার বা ৪ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৪ টি বা ৮.১৮ শতাংশের। আর দর কমেছে ৩২৯ টি বা ৮৪.৩৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৭ টি বা ৬.৯২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ২২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২ টির, কমেছে ১০৯ টির এবং পরিবর্তন হয়নি ৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৮৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে