ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

আইসিবি পেল ১ হাজার কোটি টাকার ঋণ

২০২৫ নভেম্বর ২৫ ২১:৫২:৩৮
আইসিবি পেল ১ হাজার কোটি টাকার ঋণ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর আর্থিক সংকট উত্তরণ ও বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সুদযুক্ত ঋণ হিসেবে ১ হাজার কোটি টাকা মঞ্জুরি করেছে অর্থ মন্ত্রণালয়।

৫ শতাংশ সুদসহ বেশকিছু শর্ত জুড়ে দিয়ে সম্প্রতি এই অর্থ মঞ্জুরি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

যেসব শর্ত দেওয়া হয়েছে-

>> এ অর্থ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অনুকূলে সুদযুক্ত সরকারি ঋণ হিসেবে গণ্য হবে, যা আগামী ১০ বছরে (১ বছর গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে যান্মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে।

>> বরাদ্দকৃত অর্থ অনুমোদিত ব্যয় খাত ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাবে না।

>> গ্রেস পিরিয়ডকালীন সুদ ১ম কিস্তির সাথে একত্রে পরিশোধযোগ্য হবে।

>> বরাদ্দকৃত অর্থ ছাড়ের তারিখ হতে ঋণচুক্তিটি কার্যকর হবে।

>> বরাদ্দকৃত অর্থ আইসিবি'র নিরীক্ষিত হিসাবের সাথে সমন্বয়যোগ্য হবে।

>> বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিস্তারিত হিসাব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট ফার্ম কর্তৃক নিরীক্ষা করে তার রিপোর্ট আগামী ৩ মাসের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।

>> এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে পরিপালন করতে হবে।

>> অর্থ বিভাগ হতে পূর্বের কোনো বকেয়া থাকলে তা আগে পরিশোধ করতে হবে।

>> ঋণের প্রতি কিস্তি অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমাপূর্বক-এর অনুলিপি সরাসরি অর্থ বিভাগের ডিএসএল অধিশাখায় প্রেরণ করতে হবে।

>> মঞ্জুরিকৃত অর্থ চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের অধীন '১০৯০১০১-১২০০০০৮০২-১১০০১০০০-৭২১৫২০৩-পরিচালন ঋণ' খাত হতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অনুকূলে ব্যয়িত হবে।

>> আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা উক্ত টাকার আয়ন ও ব্যয়ন-এর দায়িত্ব পালন করবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে