ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই

২০২৫ নভেম্বর ১৫ ১৮:৪৯:৪১
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই

খেলাধূলা ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে আজ (১৫ নভেম্বর) বিকেলের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করতে হবে।

ইতোমধ্যেই ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে চেন্নাই সুপার কিংস। মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে চারজন বিদেশি ক্রিকেটার আছেন। কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র, ওপেনার ডেভন কনওয়ে, লঙ্কান পেসার মাথিশা পাথিরানা ও ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান।

চেন্নাইয়ের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় বাকি ৭ জন দেশি ক্রিকেটার। সেই তালিকায় আছেন আন্দ্রে সিধার্থ, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, শেখ রাশিদ ও বিজয় শঙ্করের মতো ক্রিকেটাররা।

তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিসকে ধরে রেখেছে চেন্নাই। মিনি নিলামে মোট ৪৩ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি নিয়ে বসবে চেন্নাই। অর্থাৎ এই নিলাম থেকে বেশ কিছু ক্রিকেটার দলে ভেড়াতে যাচ্ছে তারা।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে