ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলিউড পরিচালক ও তাঁর স্ত্রীর

২০২৫ ডিসেম্বর ১৬ ০৭:৩৮:৩৯
ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলিউড পরিচালক ও তাঁর স্ত্রীর

বিনোদন ডেস্ক : ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ ছবির পরিচালক রব রাইনারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে রব ও তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের দেহ উদ্ধার করে পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রব ও মিশেলের পুত্র নিক রাইনার এই ঘটনায় মূল অভিযুক্ত। তাঁর দিকেই উঠেছে অভিযোগের তির। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

রবের বয়স হয়েছিল ৭৮ এবং মিশেলের বয়স ৬৮। ঘটনার তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। জানা যাচ্ছে, একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে প্রবীণ দম্পতির দেহে। পরিবারের অন্যদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

রব ও মিশেলের ৩২ বছরের পুত্রও একজন উঠতি পরিচালক। রবের ছবি ‘বিইং চার্লি’-তে সহযোগী লেখক হিসাবে কাজ করেছিলেন তিনি। ছবিতে মাদকাসক্তি ও গৃহহীন হওয়ার কথাও রয়েছে। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে নিক বলেছিলেন, “আমি যখন বাইরে বাইরে ঘুরে বেড়াতাম, আমার মৃত্যু পর্যন্ত হতে পারত। ভাগ্যের জোরে আমি বেঁচে গিয়েছি। তবে আমি উন্মাদ ও অসাধারণ কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি। কিন্তু এখন আমি পরিবারের সঙ্গে রয়েছি। একটা সময়ে অন্ধকার পরিস্থিতির মধ্যে কাটিয়েছি আমি।” নিউ জার্সি, টেক্সাসে গৃহহীন হয়ে নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছিলেন নিক।

পুলিশের তরফ থেকে এখনও নিককে নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। পরিবারের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “দুঃখের সঙ্গে মিশেল ও বব রাইনারের মৃত্যুর কথা জানাচ্ছি। আকস্মিক ঘটনায় আমাদের মন ভেঙে গিয়েছে। এই কঠিন অবস্থায় আমরা কিছুটা ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি সকলের থেকে।”

উল্লেখ্য, হলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক বব রাইনার। ৮০ ও ৯০-এর দশকে মুক্তি পায় তাঁর বেশ কয়েকটি সফল ছবি, যেমন ‘স্পাইনাল ট্যাপ’, ‘আ ফিউ গুড মেন’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ইত্যাদি। ছোটপর্দাতেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য কাজ। ‘অল ইন দ্য ফ্যামিলি’ টিভি শো-এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। এর পরে একাধিক টেলিভিশন শো-এ অভিনয় করেন তিনি। লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো অভিনীত ‘দ্য উল্‌ফ অফ ওয়াল স্ট্রিট’-এও অভিনয় করেছিলেন রব। নজর কাড়ে তাঁর পরিচালনায় তৈরি ‘দ্য বাকেট লিস্ট’, ‘দি আমেরিকান প্রেসিডেন্ট’ ইত্যাদি। তাঁর ১৯৮৯ সালের ছবি ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ থেকে অনুপ্রাণিত হয়ে ২০০৪ সালে হিন্দিতে তৈরি হয় ‘হম তুম’। অভিনয় করেছিলেন সইফ আলি খান, রানি মুখোপাধ্যায়।

১৯৭১ সালে অভিনেত্রী তথা পরিচালক পেনি মার্শালকে বিয়ে করেছিলেন রব। ১৯৭৯ সালে পেনির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রবের। তার পরে ১৯৮৯ সালে মিশেলের সঙ্গে বিয়ে হয় রবের। সেই সময়ে ‘হোয়েন হ্যারি মেট স্যালি’র শুটিং করছিলেন তিনি। জেক, নিক ও রোমি— তিন সন্তান রয়েছে রবের। এ ছাড়াও প্রথম স্ত্রীর কন্যা ট্রেসি রাইনারকে দত্তক নিয়েছিলেন তিনি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে