ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

খুলনা পাওয়ারের অস্তিত্ব হুমকিতে

২০২৫ ডিসেম্বর ১৮ ০৯:১৪:২৫
খুলনা পাওয়ারের অস্তিত্ব হুমকিতে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিজকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানির দুটি পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ গতবছরের মার্চ মাসে শেষ হয়ে গেছে। তারপরেও চুক্তি নবায়ন করেনি সরকার। এ কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, আর্থিক হিসাবের ২.৭ নং নোট অনুযায়ি বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে খুলনা পাওয়ারের দুটি প্লান্টের (ইউনিট ২ ও ৩) বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) গত বছরের ২৩ মার্চ শেষ হয়ে গেছে।

এরপরে ওই বছরের ২৯ এপ্রিল কোম্পানিটিকে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ পদ্ধতিতে উৎপাদন চালু করতে বলে বিপিডিবি। কোম্পানিটির উৎপাদন শুরুর পর থেকে ২ বছর এই উৎপাদন করতে বলা হয়। তবে এখনো পর্যন্ত এ নিয়ে পিপিএ চুক্তি হয়নি। এই চুক্তি না হওয়ায় কোম্পানিটি থেকে সরকারের বিদ্যুত নেওয়া নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

এই পরিস্থিতি কোম্পানিটির অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এরইমধ্যে কোম্পানিটির পরিচালন মুনাফা ভয়াবহ পতন হয়েছে। এছাড়া ওভারহেড খরচ পরিচালনা সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে।

আরও পড়ুন......

সাড়ে ৭ বছর ধরে বিনিয়োগের তথ্য গোপন করেছে এমবি ফার্মা

এদিকে কোম্পানিটির জমি ছাড়া অন্যান্য স্থায়ী সম্পদ ইমপেয়ারড বা প্রকৃত মূল্য আর্থিক হিসাবে দেখানোর থেকে কমে গেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে কোম্পানি কর্তৃপক্ষ ইমপেয়ারড করেনি। এরমাধ্যমে অতিরঞ্জিত সম্পদ দেখিয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) মালিকানা ৩০.০১ শতাংশ। বুধবার (১৭ ডিসেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১০.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে