ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

আইপিওতে লটারি পদ্ধতিতে ফিরল শেয়ারবাজার

২০২৬ জানুয়ারি ১৪ ১৬:৩৮:২৭
আইপিওতে লটারি পদ্ধতিতে ফিরল শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মিউচুয়াল ফান্ড ও প্রবাসী বিনিয়োগকারীদের কোটা বাড়িয়ে এবং স্থানীয় সাধারণ বিনিয়োগকারীদের কোটা কমিয়ে নতুন পাবলিক ইস্যু বিধিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে আইপিও প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য লটারি প্রথা ফিরিয়ে আনা হয়েছে। তবে অন্যান্য বিনিয়োগকারীরা প্রো-রাটা পদ্ধতিতে শেয়ার পাবেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিএসইসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। বিএসইসির পক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

নতুন পাবলিক ইস্যু বিধিমালা অনুযায়ী, ফিক্সড প্রাইস পদ্ধতিতে স্থানীয় সাধারণ বিনিয়োগকারীদের কোটা বা অংশ নির্ধারণ করা হয়েছে ৬০ শতাংশ। এছাড়া আইপিওতে মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ, ইস্যুয়ার কোম্পানির স্থায়ী কর্মীরা ৫ শতাংশ, প্রবাসীরা ১০ শতাংশ, বড় বিনিয়োগকারীরা ৫ শতাংশ এবং যোগ্য বিনিয়োগকারীরা ১০ শতাংশ শেয়ার পাবেন।

এর আগে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের অংশ ছিলো ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মধ্যে যোগ্য বিনিয়োগকারীরা ২০ শতাংশ, মিউচুয়াল ফান্ড ৫ শতাংশ এবং প্রবাসী বিনিয়োগকারীরা ৫ শতাংশ শেয়ার পেতেন।

অপরদিকে নতুন পাবলিক ইস্যু বিধিমালা অনুযায়ী, বুক বিল্ডিং পদ্ধতিতে স্থানীয় সাধারণ বিনিয়োগকারীদের অংশ রাখা হয়েছে ৩৫ শতাংশ। এছাড়া মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ, ইস্যুয়ার কোম্পানির স্থায়ী কর্মীরা ৩ শতাংশ, প্রাবাসীরা ৭ শতাংশ, বড় বিনিয়োগকারীরা ৫ শতাংশ এবং যোগ্য বিনিয়োগকারীরা ৪০ শতাংশ শেয়ার পাবেন।

আগে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও আসলে সাধারণ বিনিয়োগকারীরা ৭০ শতাংশ শেয়ার পেতেন। বাকি ৩০ শতাংশের মধ্যে যোগ্য বিনিয়োগকারীরা ২৫ শতাংশ এবং প্রবাসী বিনিয়োগকারীরা ৫ শতাংশ শেয়ার পেতেন।

এদিকে নতুন পাবলিক ইস্যু বিধিমালায় বুক বিল্ডিং পদ্ধতির ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের ৫০ শতাংশ শেয়ার ৯০ দিন, ২৫ শতাংশ শেয়ার ১২০ দিন এবং ২৫ শতাংশ শেয়ার ১৮০ দিন লকিং রাখার বিধান করা হয়েছে। এছাড়া বিশেষ ক্যাটাগরি এবং কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিনিয়োগের তারিখ থেকে ২ বছর অথবা প্রথম লেনদেনের তারিখ থেকে ১ বছর এই দুটির মধ্যে যেটার সময় বেশি হবে, ততোদিন লকিং থাকবে।

আইপিওতে কোটায় পরিবর্তন আনার পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের জন্য আবারও লটারি ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। ফলে এখন আইপিও সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করলেই শেয়ার পাবেন না, শুধুমাত্র লটারি বিজয়ীরা শেয়ার পাবেন। তবে প্রাতিষ্ঠানিক ও যোগ্য বিনিয়োগকারীরা আবেদনের ভিত্তিতে প্রো-রাটা পদ্ধতিতে শেয়ার পাবেন। অর্থাৎ যারা আবেদন করবেন সবাই আনুপাতিক হারে শেয়ার পাবেন।

এছাড়া নতুন পাবলিক ইস্যু বিধিমালায় আইপিওতে আসার ক্ষেত্রে ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধনের শর্ত রাখা হয়েছে। ফলে ৩০ কোটি টাকার কম পরিশোধিত মূলধনের কোনো কোম্পানি আইপিওতে আসতে পারবে না। আইপিওতে আসা কোম্পানিকে তার মূলধনের কমপক্ষে ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে