ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

শেয়ারবাজারে বড় উত্থান দিয়ে সপ্তাহ শুরু

২০২৬ জানুয়ারি ১৮ ১৫:২০:৩৭
শেয়ারবাজারে বড় উত্থান দিয়ে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারের গত সপ্তাহে শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পতন শেষ হয়েছিল। তবে চলতি সপ্তাহ বড় উত্থান দিয়ে শুরু হয়েছে। এদিন প্রায় ৭৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০৩৫ পয়েন্টে। যা আগেরদিন (বৃহস্পতিবার) কমেছিল ৮ পয়েন্ট।

এর আগের শেষ ৩ কার্যদিবসের উত্থানের মধ্যে বুধবার ২০ পয়েন্ট, মঙ্গলবার ৫ পয়েন্ট ও সোমবার ২ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৩ কার্যদিবসের উত্থানে বাড়ে ২৭ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৭৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৭৯ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৪ কোটি ২৯ লাখ টাকা বা ২৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯০ টি বা ৭৪.৫৫ শতাংশের। আর দর কমেছে ৪২ টি বা ১০.৮০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৭ টি বা ১৪.৬৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৭ টির, কমেছে ৪৭ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০৮৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে