ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আইপিওকে শেয়ারবাজারের হৃৎপিণ্ড বললেন মাকসুদ : তবে বন্ধ রেখেছেন দেড় বছর ধরে

২০২৬ জানুয়ারি ১৮ ১৮:৫৭:০২
আইপিওকে শেয়ারবাজারের হৃৎপিণ্ড বললেন মাকসুদ : তবে বন্ধ রেখেছেন দেড় বছর ধরে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, শেয়ারবাজারের হৃৎপিণ্ড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। সংশোধিত আইপিও রুলসের মাধ্যমে বাজারে নতুন আইপিও আসার পথ সুগম হয়েছে। এই সুযোগকে স্বদব্যবহারের সময় এখনই। এজন্য বাজার সংশ্লিষ্টদের কাজ করতে হবে।অথচ এই মাকসুদ কমিশন দায়িত্ব নেওয়ার পর সব আইপিও ফাইল বাতিল করে কোম্পানিগুলোর মধ্যে নেতিবাচক মনোভাব তৈরী করেছেন। যে দায়িত্ব নেওয়ার দেড় বছরে একটি আইপিও দেয়নি।

রবিবার (১৮ জানুয়ারি) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে অংশীজনদের ৫ম মাসিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ, মোঃ সাইফুদ্দিন এবং অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, “মার্জিন বিধিমালা, ২০২৫; মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ ও পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫; এ তিনটি রুলস শেয়ারবাজারের সংস্কারের পথে আমাদের প্রধানতম তিনটি কাজ এবং আমরা ২০২৫ সালের মধ্যেই এগুলো সম্পন্ন করেছি। এর মাধ্যমে পুঁজিবাজারের আইনী সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বিদ্যমান চিহ্নিত প্রতিবন্ধকতা দ্রুত সমাধান করার নির্দেশনা দেন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় লক্ষ্য স্থির করে পুঁজিবাজার উন্নয়নে বাজার সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান।

ড. আনিসুজ্জামান বলেন, “চিহ্নিত প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো সমাধানে কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। সমাধানের জন্য সকলকে সহযোগী হয়ে একসাথে কাজ করতে হবে। অংশীজন সভা এজন্যই এবং এধরনের মেকানিজম চালু করতে পেরেছি বলে ভালো লাগছে। সকলের সহযোগিতা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে সেটি বাস্তবায়নের উপর জোর দেন তিনি।

সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর চেয়ারম্যান মমিনুল ইসলাম, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ ওয়াহিদ-উজ-জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মোতালেব, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আ স ম খায়রুজ্জামান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার ও কোষাধ্যক্ষ সৈয়দ রাশেদ হুসাইন, ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির সিইও মোঃ আল আমিন তালুকদার, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, ডিএসই’র ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসার (CRO) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)’র চিফ রেগুলেটরি অফিসার (CRO) মোহাম্মদ মাহাদি হাসান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হাসনাইন বারী, সিডিবিএল এর সিএফও মুহাম্মদ শহিদুল ইসলাম, বিএসইসির নির্বাহী পরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দসহ আরো অনেকে উক্ত সভায় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে