ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সোমবারও শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ৫০০ কোটি

২০২৬ জানুয়ারি ১৯ ১৫:০৬:৩০
সোমবারও শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ৫০০ কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে আগেরদিনের ন্যায় সোমবারও (১৯ জানুয়ারি) বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০৯২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৭৬ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৭৪ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১১৯ কোটি ৩১ লাখ টাকা বা ২৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৬৮ টি বা ৬৮.০২ শতাংশের। আর দর কমেছে ৭২ টি বা ১৮.২৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৭১ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৮ টির, কমেছে ৩৬ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১৯৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে