ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার স্মরণসভায় বিএসইসি চেয়ারম্যান বক্তব্য রাখেননি কেনো?

২০২৬ জানুয়ারি ২৬ ১৪:৪৪:৩৬
খালেদা জিয়ার স্মরণসভায় বিএসইসি চেয়ারম্যান বক্তব্য রাখেননি কেনো?

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে সম্প্রতি এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। যা ডিএসইর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। এতে শেয়ারবাজারের অনেকেই বক্তব্য রাখলেও এই মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কোন বক্তব্য রাখেননি। অথচ ওই অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে পদমর্যাদায় শীর্ষে ছিলেন তিনি।

অনুষ্ঠানে শীর্ষ মর্যাদার ব্যক্তি হয়েও বিএসইসি চেয়ারম্যানের এই নিরব অবস্থান এবং খালেদা জিয়াকে নিয়ে কোন বক্তব্য না রাখায়, অনেকেই তার রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন রাশেদ মাকসুদ আওয়ামীপন্থী। যার আওয়ামীলীগের উপরি মহলের অনেকের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে। যে কারনে তিনি খালেদা জিয়াকে নিয়ে কোন বক্তব্য রাখেননি।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে কমিশনাররা, ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম ও পরিচালকেরা, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সিএসই’র চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বিএপিএলসি’র প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএসই’র কর্মকর্তাবৃন্দ।

এতে ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় ডিএসই'র চেয়ারম্যান মমিনুল ইসলাম, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন, বিএপিএলসি’র প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে