ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

তারেক রহমানের কাছে মাকসুদ কমিশনের অযোগ্যতা তুলে ধরলেন সাংবাদিক নেতারা

২০২৬ জানুয়ারি ২১ ১৯:১৯:৫৮
তারেক রহমানের কাছে মাকসুদ কমিশনের অযোগ্যতা তুলে ধরলেন সাংবাদিক নেতারা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অযোগ্যতা ও সমস্যা তুলে ধরেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (২১ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ডিআরইউ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। এতে মাকসুদ কমিশনের অযোগ্যতা তুলে ধরেন সাংবাদিকেরা।

তাদের রহমানের কাছে সাংবাদিকেরা বলেন, খন্দকার রাশেদ মাকসুদের অযোগ্য নেতৃত্বে শেয়ারবাজারের ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতো নাই হয়ে গেছে, বড়রাও শেষ হয়ে গেছে। যাদের ৫ কোটি টাকার সক্ষমতা নাই, তাদেরকে ১০ কোটি টাকা জরিমানা করে এই কমিশন। রাশেদ মাকসুদ নিজের একটি কমিউনিটি দিয়ে বাজারটি শেষ করে দিয়েছে।

এতে সাংবাদিকরা আরও অভিযোগ করে বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে রেগুলেটরি বডির (বিএসইসি) কোন সর্ম্পক্য নাই বলা যায়। এই শেয়ারবাজার থেকে শিল্পায়নে অর্থায়ন হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান হবে, সেটাও বন্ধ করে দিয়েছে মাকসুদ কমিশন। গত ২ বছরে একটা আইপিও দেওয়া হয়নি। এই জায়গাটা খুবই একটা বাজে অবস্থায় রয়েছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ ডিআরইউর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী ও বিএনপি নেতা আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।এসময় ডিআরইউর শুভেচ্ছা স্মারক এবং প্রকাশনা সামগ্রী তার হাতে তুলে দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে