ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজারে বড় পতন

২০২৪ জুন ১০ ১৪:৫১:৪৬
শেয়ারবাজারে বড় পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (১০ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ।এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১০৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬৫.৭৫ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫৭ কোটি ৯০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৯ কোটি ১২ লাখ টাকার বা ১০.৯২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৬ টি বা ৬.৬৪ শতাংশের। আর দর কমেছে ৩৪২ টি বা ৮৭.৪৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৩ টি বা ৫.৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২১ টির, কমেছে ১৭০ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৭.১২ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৬৯৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে