ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ভারতের শেয়ারবাজারে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ২৯৭৫ পয়েন্টের উত্থান

২০২৫ মে ১২ ২২:১৩:৪৪
ভারতের শেয়ারবাজারে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ২৯৭৫ পয়েন্টের উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক :একদিকে ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতি। অন্যদিকে আমেরিকা-চীন শুল্কযুদ্ধে সাময়িক বিরতি। এই জোড়া সুখবরে সপ্তাহের প্রথম কার্যদিবসে বা সোমবার চাঙ্গা ভারতের শেয়ারবাজার। এই একদিনের উত্থানে যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধে হারানোর চেয়ে কয়েকগুণ বেশি বেড়েছে ভারতের শেয়ারবাজারের মূল্যসূচক। অথচ ওইসব কারনে বাংলাদেশের শেয়ারবাজারে কোন ইতিবাচক প্রভাব নেই। তবে যুদ্ধের খবরে ঠিকই বড় পতন হয়েছিল।

গত শনিবার (১০ মে) ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হতেই শেয়ারবাজার চাঙ্গা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ভারতের বিশ্লেষকেরা। তারই প্রতিফলন দেখা গেল সোমবারের বাজারে। এদিন বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ খোলার সঙ্গে সঙ্গেই বিনিয়োগকারীরা স্টক কিনতে শুরু করেন। ফলে বেলা গড়াতেই ঊর্ধ্বমুখী হয় সূচক। এদিন সেনসেক্স এবং নিফটি বেড়েছে প্রায় চার শতাংশ।

সোমবার ২,৯৭৫.৪৩ পয়েন্ট বৃদ্ধির মাধ্যমে ৮২,৪২৯.৯০ পয়েন্টে উঠেছে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক। এর মাধ্যমে সাত মাস পর ফের ৮২ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স। এদিন সূচকটি ৩.৭৪ শতাংশ বেড়েছে। এই উত্থানকে গত চার বছরে এক দিনের নিরিখে একে সেরা পারফরম্যান্স বলেছেন বাজার বিশ্লেষকেরা।

অন্য দিকে ৯১৬.৭০ পয়েন্ট বেড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক। এর মাধ্যমে সূচকটি ২৪,৯২৪.৭০ পয়েন্টে উঠেছে।

আরও পড়ুন.....

দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শেয়ারবাজারের পরিস্থিতি আরও ভয়াবহ হবে - বিএমবিএ

ভারতের ব্রোকারেজ হাউজগুলো জানিয়েছে, বিএসইতে ছোট ও মাঝারি পুঁজির সংস্থাগুলির স্টকের গ্রাফ বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৪.১৮ এবং ৩.৮৫ শতাংশ। নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন ইনফোসিস, আদানি এন্টারপ্রাইজ়, শ্রীরাম ফিন্যান্স, ট্রেন্ট এবং এইচসিএল টেকনোলজিসের স্টকের বিনিয়োগকারীরা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে