ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মাল্টি সিকিউরিটিজে তদন্ত কমিটিকে প্রবেশে বাঁধা : বিএসইসির ৮ নিষেধাজ্ঞা জারি

২০২৪ আগস্ট ২২ ১৯:১২:২৪
মাল্টি সিকিউরিটিজে তদন্ত কমিটিকে প্রবেশে বাঁধা : বিএসইসির ৮ নিষেধাজ্ঞা জারি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস ব্রোকারেজ হাউজ পরিদর্শনে ২১ আগস্ট সাড়ে ১১টায় তদন্ত কমিটি যায়। কিন্তু হাউজ কর্তৃপক্ষ তদন্ত কমিটিকে কোন ধরনের সহায়তা করেনি। এছাড়া কোন ধরনের ডকুমেন্টস দিতে অস্বীকৃতি জানায়। এমনকি অফিস প্রাঙ্গনে তদন্ত কমিটিকে প্রবেশ করতে দেয় না। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ২১ ধারার ৩ উপধারা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ১৭ক(৩) এর সুস্পষ্ট লঙ্ঘন। এ অবস্থায় ব্রোকারেজ হাউজটির বেশ কিছু সুবিধা স্থগিত করার আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে ৩ জনের লেনদেনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, ব্রোকারেজ কর্তৃপক্ষের অসহযোগিতার কারনে প্রতিষ্ঠানটির ব্যাক-অফিস সফটওয়্যার, রেকর্ড বই ও তথ্য যাচাই করতে পারেনি এবং বিভিন্ন ডকুমেন্টস সংগ্রহ করতে পারেনি। এ অবস্থায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারীদের অর্থ ও সিকিউরিটিজ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তদন্ত কমিটি। এছাড়া ব্রোকারেজ হাউজটিতে হাসান তাহের ইমাম, চৌধুরী নাফিজ সারাফাত ও অন্যকোন সর্ম্পৃক্ত কারও সঙ্গে কোন ধরনের অবৈধ বা সন্দেহজনক লেনদেন হচ্ছে কিনা, তা নিয়ে অন্ধকারে রয়েছে তদন্ত কমিটি।

এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষা করতে স্টক এক্সচেঞ্জকে ব্রোকারেজ হাউজটি বিষয়ে ৮টি নির্দেশনা দিয়েছে বিএসইসি।

এগুলোর মধ্যে রয়েছে- ফ্রি লিমিট সুবিধা স্থগিত করা, স্টক এক্সচেঞ্জে মালিকানা হিসেবে লভ্যাংশ দেওয়া, আইপিও এবং কিউআইওতে কোটা সুবিধা, রেজিস্ট্রেশন সনদ নবায়ন, নতুন শাখা ও ডিজিটাল বুধ খোলার সুবিধা স্থগিত রাখতে বলা হয়েছে।

এছাড়া মো. জালাল ইকরামুল কবির, হাসান তাহের ইমাম, চৌধুরী নাফিজ সারাফাতের যেকোন ধরনের সিকিউরিটিজ লেনদেন বা হস্তান্তর যেকোন ধরনের বিও আইডিতে (মূল ও লিঙ্ক হিসাব) স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বিএসইসি। এছাড়া তাদের যেকোন ধরনের অর্থ প্রদান বা হস্তান্তর স্থগিত থাকবে।

ব্রোকারেজ হাউজটিতে সমন্বিত গ্রাহক হিসাবে অর্থ ঘাটতি পূরণ ও গ্রাহকদের সিকিউরিটিজ ঘাটতি পূরণের পরে স্টক এক্সচেঞ্জকে ব্রোকারেজ হাউজটি নিয়ে কমপক্ষে ১ বছরের জন্য বিশেষ তদন্ত করতে বলা হয়েছে। এছাড়া প্রতিমাসে দুই বার গ্রাহকদের সমন্বিত হিসাব যাচাই করে দেখবে।

বিএসইসির ৮টি নির্দেশনা পরিপালনে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। যা নিয়ে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানগুলোতে বিএসইসিতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে