ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ছেলে-বৌমা এক হতেই নাতনির স্কুলে অমিতাভ

২০২৪ ডিসেম্বর ২০ ১৯:৩২:১৫
ছেলে-বৌমা এক হতেই নাতনির স্কুলে অমিতাভ

বিনোদন ডেস্ক : চলতি বছরে প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে বচ্চন পরিবার। ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা সর্বত্র। তবে সব জল্পনার অবসান ঘটাল বচ্চন পরিবার বৃহস্পতিবার সন্ধ্যায়। তারকাখচিত ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি বছরই নজরে থাকে নেটাগরিকদের। এবারও অন্যথা হল না। অনুষ্ঠানে ভিড় জমেছিল তারকাদের। আরাধ্যা বচ্চন স্কুলের অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও নজর কাড়ল। অনুষ্ঠান দেখতে অমিতাভ বচ্চনের সঙ্গে আসেন ঐশ্বরিয়া ও অভিষেক।

মেয়ের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ঐশ্বরিয়ার প্রতি অভিষেকের বাড়তি যত্ন দেখে যেন স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁদের অনুরাগীরা। শ্বশুরের সঙ্গে ক্যামেরাবন্দি হন ঐশ্বরিয়াও। এই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে।

গত কয়েক দিন ধরেই ঐশ্বরিয়া ও অভিষেককে এক ফ্রেমে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁদের অনুরাগীরা। অবশেষে সেই ইচ্ছে পূরণ হল তাঁদের।

গত কয়েক দিন ধরেই অবশ্য অমিতাভ নানা ইঙ্গিত দিচ্ছিলেন সমাজমাধ্যমে। কখনও ‘চুপ’ লিখেছেন, কখনও বা ‘বোকা’। এবার অবশ্য বেশ খুশি অমিতাভ।

তিনি লেখেন, ‘‘শিশুদের সারল্য, তাদের মা-বাবার উপস্থিতিতে সেরা হওয়ার ইচ্ছেটা সত্যিই দেখার মতো। হাজার হাজার শিশুকে একসঙ্গে দেখার থেকে আনন্দদায়ক আর কিছুই হয় না এই পৃথিবীতে।’’

কেবল আরাধ্যাই নয় ‘ওম শান্তি ওম’ ছবির গান ‘দিওয়ানগি দিওয়ানগি’র তালে একসঙ্গে পা-ও মেলালেন ঐশ্বরিয়া ও অভিষেক। সেই মুহূর্তটিও ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে