ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রয়েল এনফিল্ড দিয়ে রোড কাঁপিয়ে গেছেন সালমান শাহ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৪:৫৯:২৮
রয়েল এনফিল্ড দিয়ে রোড কাঁপিয়ে গেছেন সালমান শাহ

বিনোদন ডেস্ক : বাংলাদেশের বাজারে এখন তুমুল জনপ্রিয় মোটর বাইকের ব্র্যান্ড রয়েল এনফিল্ড। দেখতে আকর্ষণীয় এই ব্রান্ডের বাইক তরুণদের দারুণ আগ্রহে রয়েছে। এটি হয়ে উঠেছে তাদের ফ্যাশন ও প্যাশনের অনুষঙ্গও। সম্প্রতি বাজারে আসার পর বাইকটি নিয়ে রীতিমেতা হইচই হয়েছে বাংলাদেশে।

এদিকে মজার একটি তথ্য সামনে নিয়ে এসছে ‌‘রয়েল এনফিল্ড ফ্যান ক্লাব - বাংলাদেশ’ নামের একটি পেজ। সেখানে অমর নায়ক সালমান শাহের একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, আজ থেকেই ২৯ বছর আগেই এই ব্রান্ডের বাইক ব্যবহার করে গেছেন সবার প্রিয় নায়ক। ছবিতে সালমানকে দেখা গেছে সাদা রঙের একটি বাইকে। ছবির পোস্টটি ভাইরাল হয়েছে। প্রায় ৩৬ হাজার রিয়েক্ট পড়েছে ছবিটিতে।

সেই পোস্টে বলা হয়েছে, ‘বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় বাইক যা আমরা ২০২৫ সালে পেয়েছি। আপনার আমার সবার প্রিয় বাংলা চলচ্চিত্রের অভিনেতা সালমান শাহ ৯০ দশকেই বাংলাদেশের রোড কাপিয়ে গেছে রয়েল এনফিল্ড দিয়ে।’

খোঁজ নিয়ে দেখা যায় ছবিটি মূলত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমা থেকে নেয়া হয়েছে। সিনেমার ‘চাওয়া থেকে পাওয়া’ গানটি শুরু হয় এই বাইকে চড়ে কালো পোশাক পরা সালমান শাহকে দেখিয়ে। ১৯৯৬ সালে এম এম সরকার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায়। এতে সালমানের নায়িকা ছিলেন শাবনূর।

রয়েল এনফিল্ডে চড়া ছবিটির পোস্টে সালমান ভক্তরা মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘এজন্যই সালমান শাহকে উত্তরাধুনিক নায়ক বলা হয়। তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে।’ একজন লিখেছেন, ‘আমাদের সালমান শাহ ছিলেন আন্তর্জাতিক মানের একজন স্টাইলিশ নায়ক। তার রুচি ও ফ্যাশন আজও প্রাসঙ্গিক।’

জেকে খোকন নামে একজন প্রশ্ন তুলেছেন, এত বছর আগে বাংলাদেশে রয়েল এনফিল্ড এলো কোথা থেকে? অনুমতি ছিল কি? তাকে উত্তর দিয়েছেন বেশ কয়েকজন। একজন লিখেছেন, ‘আগে রাস্তায় বাইকের সিসি লিমিট ছিল না। ২০০০ সালের পর থেকে সিসি লিমিট চালু হয়। তার আগে হোন্ডা কোম্পানি ২০০ সিসির বাইকও বাংলাদেশে বিক্রি করেছে।’

রাশেদ নিজাম বিপলু নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘কেউ কি এই বাইকের অরিজিনাল মালিকের কথা জানেন? এই বাইকের মালিক হচ্ছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বসবাসকারী বাংলা সিনেমার ভিলেন চরিত্রের অভিনয় শিল্পী ফকিরার। এখনও তার কাছে এই বাইকটা আছে।’ তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

এভাবেই প্রিয় নায়ককে ২৯ বছর আগে বর্তমানের ট্রেন্ডি স্টাইলিশ বাইক রয়েল এনফিল্ড চালাতে দেখে সালমান ভক্তরা বন্দনায় মেতেছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকে নস্টালজিক হয়ে সালমান শাহ’র ব্যবহার করা বিভিন্ন গাড়ি ও বাইকের ছবি শেয়ার করছেন ফেসবুকের সেই পোস্টে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে