ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

গোবিন্দ-সুনীতার ছয় মাস আগে বিচ্ছেদের আবেদন

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৯:২৪:০৪
গোবিন্দ-সুনীতার ছয় মাস আগে বিচ্ছেদের আবেদন

বিনোদন ডেস্ক : গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা বিচ্ছেদর খবরে সরগরম মায়ানগরী। গত কয়েক মাস ধরেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন সুনীতা। কখনও নিজের একাকিত্বের কথা জানিয়েছেন, কখনও আবার ছেলের প্রশংসা করে স্বামীকে পক্ষান্তরে দোষী করেছেন। এবার ৩৭ বছর দাম্পত্যে ইতি টানার পথে তারকা দম্পতি।

যদিও তাঁদের পরিবারের লোকেরা ঘনিষ্ঠেরা মানতে নারাজ গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের কথা। এবার মুখ খুললেন তাঁদের আইনজীবী। বিচ্ছেদ চেয়ে আবেদনপত্র জানিয়েছিলেন সুনীতাই, তা-ও মাস ছয়েক আগে স্বীকার করেন আইনজীবী।

এর মাঝে গোবিন্দর পায়ে গুলি লাগে। সেই সময় অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দিনও সর্বক্ষণ সঙ্গে ছিলেন সুনীতা।

আইনজীবী ললিত বিন্দালের কথায়, ‘‘আসলে দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সকলে নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। ওদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। ওঁরা একসঙ্গে ছিলেন আর থাকবেন।’’

সুনীতার ম্যানেজারও তাঁদের বিবাহবিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তাঁর কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামী দিনে একটি ছবির কাজেও ব্যস্ত থাকবেন তিনি। তাই অন্য কোনও দিকে নাকি মন দেওয়ার সময় নেই তাঁর।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে